বাঘাইছড়িতে জেএসএস সংস্কার’র কর্মী অপহৃত

নিজস্ব প্রতিনিধি:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সংস্কার’র  (জেএসএস) নাগর চান চাকমা (৪০) নামের এককর্মী অপহৃত হয়েছেন। শুক্রবার (১৩এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই উপজেলার বঙ্গলতলী ইউনিয়ন থেকে তাকে অপহরণ করা হয়। নাগর চান ওই গ্রামের প্রিয় লাল চাকমার ছেলে।

বাঘাইছড়ি উপজেলা জেএসএস’র নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা এ ঘটনার জন্য  ইউপিডিএফকে দায়ী করেছে।

সংগঠনটির ঐ নেতা বলেন, ইউপিডিএফ’র উপজেলা কমান্ডার চিক্কোধন চাকমা এবং বিমল কান্তি চাকমার নেতৃত্বে ৭-৮জনের একটি দল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাগলাছড়া গ্রামের বাড়ি থেকে নাগনকে অপহরণ করে। তবে এ ঘটনায় ইউপিডিএফ’র সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, এখনও কেউ কোন অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে মুলায়ন চাকমা (২০) নামের এক যুবককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩এপ্রিল) সকালে ওই উপজেলার ৩৫নং বঙ্গলতলী ইউনিয়ন থেকে তাকে অপহরণ করা হয়। ধারণা করা হচ্ছে, সকালের অপহরণের প্রতিশোধ স্বরূপ এ অপহরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন