বাঘাইছড়িতে চাঁদার জন্য তিন বাঙ্গালী শ্রমিককে মারধর করেছে উপজাতীয় সন্ত্রাসীরা

hg copy

সাজেক প্রতিনিধি:

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার তিনজন বাঙ্গালী শ্রমিককে চাঁদার জন্য মারধর করেছে উপজাতীয় সন্ত্রাসীরা।

বুধবার বিকাল ৪টার সময় রুপকারী দোখাইয়া নামক স্থানে পাবলিক হেল্থ কর্তৃক টেন্ডারকৃত রাঙ্গামাটির ঠিকাদার রুবেল’র দু’টি রিংওয়েলের কাজ করার জন্য বাঘাইছড়ি উপজেলার পশ্চিম মুসলিম ব্লকের বাসিন্দা স্থানীয় শ্রমিক মো. শাহ আলম (২৬) পিতা মো. আলী হোসেন, মো. নুরমোহাম্মদ (২৮) পিতা জামাল হোসেন, মো. তাজুল ইসলাম (৪৫) পিতা. মো. চানমিয়া  ওই এলাকায় কাজের উদ্দেশ্যে যায়।

সেখানে চাঁদার টাকা আগে পরিশোধ না করে কেন কাজ করতে এসেছে এমন কথা বলে ৭/৮ জন উপজাতীয় সন্ত্রাসী লাঠি-সোটা এবং রড নিয়ে তাদের এলোপাথাড়ি মারধর করতে থাকে। পরে কাজের স্থান থেকে জঙ্গলের ভিতরে নিয়ে পুনরায় লাথি ও কিল ঘুষি এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারা নিজেদেরকে ইউপিডিএফ’র সদস্য বলে দাবি করেছে বলেও জানায়।

ধাপে ধাপে তিনবার শ্রমিকদের উপর নির্যাতন চালায় সন্ত্রাসীরা। পরে রাত আটটার দিকে তাদেরকে ছেড়ে দেয় বলেও জানায়।

এসময় সেখানে তারা কয়েজনকে চিনতে পেরেছে বলে জানালেন, আহত মো. শাহ আলম। চিহ্নিতরা হলো-আসেন্দু চাকমা(২৪) পিতা  অঞ্জ্যত গ্রাম গোলাছড়ি, বদল চাকমা (২৪) পিতা বড় পেদা গ্রাম বালুখালি, মটর চাকমা (২০) পিতা ঘুধু চাকমা গ্রাম বালুখালি, রনজিৎ চাকমা(২৮) পিতা সিন্দু লাল চাকমা গ্রাম মগবান, আমিক্কো চাকমা(২২)।

আহতরা কোনরকম প্রাণে বেঁচে এসে রাত ১০টার দিকে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎিসাধীন রয়েছে।

এবিষয়ে বাঘাইছড়ি উপজেলা ইউপিডিএফ’র পরিচালক জুয়েল চাকমা বলেন, ঘটনাটি সম্পর্কে আমার জানা নেই। আমি বর্তমানে এলাকার বাহিরে আছি তবে আমি খোঁজ নিয়ে দেখছি এ ধরনের ঘটনা আমাদের কেউ করেছে কিনা। তবে এমনও হতে পারে কেউ ঘটনা ঘটিয়ে আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে।

এবিষয়ে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ আমির হোসেন বলেন, আহতদের অভিযোগের প্রেক্ষিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাদের অভিযোগটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। আহতদের অবস্থার উন্নতি হলে তারা মামলা করবে বলেও জানিয়েছে আহতদের স্বজনরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন