বাইশারীতে দুইটি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ

03 copy

বাইশারী প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের মুইঅং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও থুইলাঅং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১০টায় মুইঅং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান পুরষ্কার বিতরণ  করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীন মুরব্বী নুরুল ইসলাম। সহকারি শিক্ষক ম্রোঅংচিং চাকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসারের প্রতিনিধি আলহাজ্ব কামাল হোছাইন, স্কুল ফিডিং প্রোগ্রামের উপজেলা কো-অর্ডিনেটর মো. আব্দুর রশিদ, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর, বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারি ইনচার্জ সোলেমান ভূইয়া, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সহ ক্রীড়া সম্পাদক মো. শাহিন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মংয়ে মার্মা, প্রধান শিক্ষক জয়নুল আবেদীন মিন্টু, সহকারি শিক্ষক এলানু মার্মা প্রমুখ।

অপরদিকে একই দিনে দুপুর ২টায় থুইলাঅং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমসির সভাপতি সাবেক ইউপি সদস্য থোয়াইছাপ্রু মার্মা।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মংচাছিং মার্মার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মো. আলম কোম্পানী। তিনি বলেন, বর্তমান সরকার পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ অবদান রেখেছে। পাশাপাশি প্রতিটি স্কুলে প্রতিযোগিতামূলক বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের ব্যবস্থা করেছে। ওই খেলায় বাইশারী ইউনিয়ন থেকে আলীমিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় পর্যায়ে খেলার গৌরব অর্জনে করেছে।

তাই সকল ছাত্র-ছাত্রীদের পড়া লেখার পাশাপাশি  খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। তাছাড়া কোন ছাত্র-ছাত্রী যেন পর পর তিন মাস অনুপস্থিত থাকে তাহলে অভিভাবকেরা  বিষয়টি প্রশাসনকে অবগত করার পরামর্শ দেন।

ওই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,  উপজেলা শিক্ষা অফিসারের প্রতিনিধি আলহাজ্ব কামাল হোছাইন, স্কুল ফিডিং প্রোগ্রামের উপজেলা কো-অর্ডিনেটর মো. আব্দুর রশিদ, ইউনিয়ন যুবলীগ নেতা আবু জাফর, বাইশারী তদন্ত কেন্দ্রের সহকারি ইনচার্জ সোলেমান ভূইয়া, অব: শিক্ষক মংলাচিং মার্মা প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন