বাইশারীতে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ

বাইশারী প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার(১ জানুয়ারি) সকাল এগারোটায় বাইশারী উচ্চবিদ্যালয় ও কলেজে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যদিয়ে বই বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার ওবাইদুল হক। বিদ্যালয়ের সভাপতি সাবেক চেয়ারম্যান নুরুল হাকিমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হরিকান্ত দাশ, সিনিয়র শিক্ষক জয়নাল আবেদীন, সহকারী শিক্ষক নুরুল আমিন, মাওলানা লতিফ, সনাতন,প্রমুখ।

বাইশারী শাহনুরুদ্দীন দাখিল মাদ্রাসায়ও সারা দেশের ন্যায় আনুষ্ঠানিকভাবে বিনামুল্যে বই বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ সভাপতি আবুল কালাম।

সহকারী শিক্ষক মাওলানা জয়নাল আবেদীনের পরিচালনায় বই উৎসবে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আবদুল হামিদ, মাদ্রাসা সুপার মাওলানা নুরুল হাকিম, মাওলানা আবদুল্লাহ, আবদুল গফুর, মাস্টার মহিউদ্দিন এমদাদ, অফিস সহকারী নাজের হুছাইন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম বলেন, জননেত্রী শেখ হাসিনা শিক্ষা বান্ধব সরকার। বছরের শুরুতেই শিক্ষার্থীরা বই হাতে পাওয়ায় আনন্দে মাতোয়ারা। তাই তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

বাইশারী বালিকা উচ্চবিদ্যালয়:

বর্নাঢ্য আয়োজনে বই উৎসব পালণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান (২) সাবেকুন্নাহার, প্রধান শিক্ষক হাসান আলী, সহকারী প্রধান শিক্ষক অবু নছর, আজহার প্রমুখ।

এছাড়া বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারিজবুনিয়া, আলিমিয়া পাড়া, তুফান আলিপাড়া, সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাইশারী মড়েল নুরানি এবতেদায়ি মাদ্রাসা, বাইশারী ইসলামি বালিকা দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন