বাংলাদেশে আসছেন হাই কমিশনার ফর রিফিউজি ফিলিপো গ্র্যান্ডি

পার্বত্যনিউজ ডেস্ক:

জাতিসংঘের হাই কমিশনার ফর রিফিউজি ফিলিপো গ্র্যান্ডি শনিবার তিনদিনের সফরে বাংলাদেশে আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, গ্র্যান্ডি শনিবার ও রবিবার কক্সবাজারে অবস্থান করবেন। সোমবার ঢাকায় উচ্চপর্যায়ের কর্মকতাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি আরও বলেন, গ্র্যান্ডি কক্সবাজারে রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখবেন এবং ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক উপদেষ্টা গওহর রিজভি, রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া নিউইয়র্কে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ঢাকায় ফিরে আসলে গ্র্যান্ডির সঙ্গে বৈঠক করবেন।

নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে কয়েকদিন গ্র্যান্ডির বৈঠক হয় এবং সেখানে তিনি বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করলে তাকে মিয়ানমার সফরেরও পরামর্শ দেওয়া হয়।

গ্র্যান্ডি ছাড়াও জাতিসংঘের হাই কমিশনার ফর রিফিউজি অফিসের এ্যাসিট্যান্ট কমিশনার জর্জ অকথো অবু গত সপ্তাহে বাংলাদেশ সফর করেন।

সূত্র: বাংলা ট্রিবিউন

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন