বাংলাদেশের বাজারে আসছে সম্পূর্ণ নতুন অপো এ৭

প্রেস বিজ্ঞপ্তি:

চমৎকার ওয়াটারড্রপ ডিজাইন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) সম্পন্ন ক্যামেরা নিয়ে বাজারে আসছে অপো’র নতুন মডেল এ৭।

সেলফি এক্সপার্ট এন্ড লিডার অপো, চলতি নভেম্বর মাসের মাঝামাঝি বাংলাদেশের বাজারে লেটেস্ট মডেলের হ্যান্ডসেট এ৭ নিয়ে আসার ঘোষণা দিয়েছে।

সেন্সরসহ আরও অত্যাধুনিক সব ফিচার নিয়ে হ্যান্ডসেটটিতে বিশেষ সুবিধা হিসেবে থাকছে, দীর্ঘস্থায়ী কার্যক্ষমতার জন্য রয়েছে ৪,২৩০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি। ৬.২ ইঞ্চি ডিসপ্লে, ৪জিবি র‌্যাম, ৩২ জিবি ইন্টারনাল মেমরি, ২৫৬ জিবি পর্যন্ত বাড়তি মেমরি ব্যবহারের সুবিধা, ফিঙ্গারপ্রিন্ট এবং এআই ২.০ সম্পন্ন ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, যার মাধ্যমে গ্রাহকরা উপভোগ করতে পারবেন একদম প্রাকৃতিক সেলফি।

অপো এ৭ হ্যান্ডসেটটি বাজারে আসার বিষয়ে অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ডা’মন ইয়াং বলেন, এ সিরিজের স্মার্টফোনসমূহের মাধ্যমে আমরা তরুণদের মধ্যে অত্যাধুনিক ফিচারের সাথে সাশ্রয়ী দামে বিশেষ সব চাহিদা তা পূরণ করতে চাই, যা ক্রেতাকে সন্তুষ্ট তরতে সক্ষম হবে। এই হ্যান্ডসেটের রয়েছে শক্তিশালী ব্যাটারি। ফোনকে চার্জ করা নিয়ে কোনো দুশ্চিন্তা ছাড়াই জীবনকে করতে পারবেন আরও গতিশীল। স্টাইলিশ এ৭ এর আকর্ষণীয় ক্যামেরাদিয়ে চমৎকার মুহুর্তগুলো ধরে রাখারও সুযোগ থাকছে। অপো এ৭ হ্যান্ডসেট বাজারে নিয়ে আসার মাধ্যমে অপো এ সিরিজ এবং এফ সিরিজের সাফল্যকেই ছুঁতে চায়।

ইন্ডাস্ট্রির প্রথম শক্তিশালী ব্যাটারি এবং সাশ্রয়ী দামের মাধ্যমে অপো’র এখন পর্যন্ত বাজারে আসা স্মার্টফোনগুলোর মধ্যে “এ” সিরিজের হ্যান্ডসেটসমূহ সবচেয়ে বেশি বিক্রি হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন