বর্ণাঢ্য আয়োজনে পানছড়ির গ্রীষ্মকালীন খেলাধুলা শুরু

নিজস্ব প্রতিবেদক, পানছড়ি:

জেলার পানছড়ি উপজেলায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয়েছে ৪৬তম গ্রীষ্মকালীন স্কুল ও মাদ্রাসার খেলাধুলা।

বৃহষ্পতিবার বিকাল ৩টায় এ খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা। চার দিনব্যাপী এ আয়োজনে উপজেলা পরিষদ মাঠ হয়ে উঠে সরগরম। বিকাল তিনটা থেকে হাজার হাজার দর্শনার্থীর উপস্থিতিতে ফুটবল দিয়েই শুরু হয় অনুষ্ঠানের সূচনা পর্ব।

এতে প্রথম খেলায় মুখোমুখি হয় পানছড়ি মডেল উচ্চ বিদ্যালয় ও পূজগাং মূখ উচ্চ বিদ্যালয়। পূজগাং মুখ উচ্চ বিদ্যালয় ট্রাইব্রেকারে ৩-১ গোলে মডেল উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। অপরদিকে দিনের দ্বিতীয় খেলায় উল্টাছড়ি উচ্চ বিদ্যালয় ৪-০ গোলে নালকাটা  উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। দলের পক্ষে মো. জসিম (রফিক) হ্যাট্ট্রিক করে অপর গোলটি করে জোবায়ের ইমন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার অরুপ চাকমা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহজাহান কবির সাজু প্রমুখ। উদ্বোধনী খেলা খেলা দু’টি পরিচালনা করে মানিক। সহকারী হিসাবে ছিলেন ল্যাপ্রুচাই মারমা ও শফিক।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন