রাঙামাটির বাঘাইছড়িতে দুই সন্ত্রাসী গ্রুপের বন্দুকযুদ্ধে ২ জন নিহত

443234255

সাজেক প্রতিনিধি, পার্বত্যনিউজ :

রাঙামাটি বাঘাইছড়ির উপজেলার তাজেজ্ঞাছড়ি এলাকায় প্রতিদ্বন্দ্বী দুই আঞ্চলিক রাজনৈতিক দলের সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছে।

আজ সকাল আনুমানিক ৫ থেকে ৫.৩০ মিনিটে এ ঘটনা ঘটে। স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যে জানাগেছে, বৃহস্পতিবার ভোরে ঘুম থেকে উঠে কাজে যাওয়ার জন্য বের হওয়ার সময় একদল অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিতভাবে ব্রাশ ফায়ার করলে নিজ বসতঘরের সম্মুখে ঘটনাস্থলেই দুই ভাই নিহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেএসএস(সন্তু) এবং জেএসএস সংস্কারপন্থীদের মধ্যে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী এই বন্দুকযুদ্ধে পাঁচশতাধিক রাউন্ড গুলি বর্ষণ করা হয়েছে। নিহত দুই জনের নাম জানা গেছে। তাদের একজনের নাম সুশান্ত চাকমা(৩৫) এবং অপর জনের নাম ত্রিদিব চাকমা(৩৮)। তারা দুইজনই জেএসএস সংস্কারপন্থী গ্রুপের সদস্য। বন্দুকযুদ্ধে ২ জন নিহত সুশান্ত চাকমা এবং ত্রিদিব চাকমা সহোদর এবং তারা স্থানীয় কামিনী কিশোর কার্বারীর পুত্র। তাদের বাড়ি বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের ১ নং রাবার বাগান মধ্যছড়া গ্রামে।

বাঘাইছড়ি থানার ওসি আজিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন এবং দুপুর ১২টার দিকে লাশ পরিবারের কাছে হস্থান্তর করেন। এঘটনায় জেএসএস সংস্কারপন্থী গ্রুপ জেএসএস সন্তু গ্রুপকে দায়ী করলেও তারা তা অস্বীকার করেছে।

আরও খবর

পার্বত্য চট্টগ্রামে র‌্যাব মোতায়নের সিদ্ধান্ত বাতিলের দাবিতে খাগড়াছড়ি ও রাঙামাটিতে তিন পাহাড়ি সংগঠনের মানববন্ধন

রাঙ্গামাটিতে সংগীতশিল্পী অহৃত

মানিকছড়িতে দু’টি তাজা কার্তুজসহ ১ ইউপিডিএফ কর্মী আটক

রামগড়ে অস্ত্র ও গুলিসহ ২ উপজাতীয় সন্ত্রাসী আটক

বাঘাইছড়িতে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন খুন

দীঘিনালায় সন্ত্রাসীদের গুলিতে এক ইউপিডিএফকর্মী নিহত : আহত ১

দীঘিনালায় ১৯ ফেব্রুয়ারি অপহৃত মিন্টু চাকমাকে গুলি করে হত্যা : লাশ উদ্ধার

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জেএসএস সংস্কারপন্থী, জেএসএস(সন্তু), জেএসএস(সন্তু) এবং জেএসএস সংস্কারপন্থীদের মধ্যে বন্ধুকযুদ্ধ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন