ফুটবল দিয়েই পানছড়িতে গ্রীষ্মকালীন খেলাধুলা শুরু

F Ball copy

নিজস্ব প্রতিবেদক:

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় এক প্রাণবন্ত আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয়েছে গ্রীষ্মকালীন খেলাধুলা। শনিবার বিকাল ৩টা থেকে পানছড়ি উপজেলা পরিষদ মাঠে ফুটবল লড়াইয়ের মধ্যে দিয়ে খেলাধুলার সূচনা পর্ব ঘটে। এর যৌথ আয়োজক ছিল পানছড়ি উপজেলা পরিষদ ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।

 শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠান নক আউট পদ্ধতিতে একে অপরের মোকাবেলা করবে।  উদ্বোধনী খেলায় পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ৩-২ উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। দিনের অপর খেলায় পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় টাইব্রেকারে নালকাটা উচ্চ বিদ্যালয়কে ৯-৮ গোলে পরাজিত করে। দীর্ঘ  কয়েক বছর অত্র উপজেলায় বিনোদন না থাকায় আন্ত: বিদ্যালয় ফুটবলকে ঘিরে দর্শনার্থীদের মাঝে জেগে উঠে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

এরই ধারাবাহিকতায় প্রায় দুই সহস্রাধিক দর্শক দারুণভাবে উপভোগ করে তরুণদের ফুটবল দখলের লড়াই। খেলা শুরুর আগে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহজাহান কবির সাজু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকদের উপস্থিতিতে খেলার উদ্বোধন ঘটে। খেলা দুটি পরিচালনা করে ক্যাপ্রুচাই মারমা। সহযোগী হিসাবে দায়িত্ব পালন করে মানিক ও মিন্টু।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন