প্রয়াত ডা. মং ইস্টিফিন চৌধুরীর স্মরণ সভা

MP USATON

কাপ্তাই প্রতিনিধি:

চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের পরিচালক প্রয়াত ডা. মং স্টিফিন চৌধুরীর স্মরণে শনিবার সভায় প্রধান অতিথির বক্তব্য রাঙ্গামাটি জেলার স্বতন্ত্র সংসদ ও সভাপতি বাংলাদেশ হিন্দু বৌদ্ব খ্রীষ্টিয়ান ঐক্য পরিষদ উষাতন তালুকদার এমপি। স্মরণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ সহসভাপতি বাপ্পি সমাদার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তিন পার্বত্যজেলার দূর্গম পাহাড়ী অঞ্চলে যেখানে কখনও সেবা পৌছায়নি এ খ্রিষ্টিয়ান হাসপাতাল সেখানে সেবার হাত বাড়িয়ে দিয়ে সেবা কার্যক্রম আজও চালু রেখেছে। বাংলাদেশের সকলের নিকট এ খ্রিষ্টিয়ান হাসপাতালটি অতিপরিচিত। এ হাসপাতালের সেবা তথা পরিস্কার পরিচছনতা ও রোগীদের প্রতি মনোযোগ দিয়ে তাদের কর্তব্য ডাক্তারগণ।

স্বাগত বক্তব্য রাখেন, ব্যাপ্টিস্ট চার্চ সংর্ঘ আঞ্চলিক সভাপতি ইউপি চেয়ারম্যান বিপ্লব মারমা। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, বাংলাদেশ ব্যাপ্টিস্ট সংঘ সম্পাদক অসিম বাড়ৈ, চন্দ্রঘোন চার্চ সংর্ঘ সাধারণ সম্পাদক অংথুই খ্যাং, সমাজ সেবক ইলিয়াছ কাঞ্চল চৌধুরী, ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর, মোতালেব চৌধুরী, সাবেক জেলা পরিষদ সদস্য প্রকৌশলী রুবায়েত আকতার আহমেদ, ভারপ্রাপ্ত হাসপাতাল পরিচালক ডা. রঞ্জিত কুমার চাকমা, চার্চ সদস্য জগদীশ কর্মকর। এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রায়ত ডা. মং ইস্টিফিন চৌধুরী স্ত্রী সম্পা চৌধুরী ও কাপ্তাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচঙ্গ্যসহ হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মচারীসহ জেলা উপজেলার বিভিন্ন সামাজিক, সংগঠন ও রাজনৈতিক নেতৃবন্দ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন