প্রকৌশলী বিনয় প্রকাশ চাকমার বিরুদ্ধে দুদকের মামলা

83

নিজস্ব প্রতিনিধি : ব্যাপক দুর্নীতির অভিযোগে কর্ণফুলী পেপার মিলস্ (কেপিএম) লিমিটেডের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিনয় প্রকাশ চাকমার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন( দুদক)। দুর্নীতির দায়ে অভিযুক্ত বিনয় প্রকাশ চাকমা খাগড়াছড়ি পানছড়ি উপজেলা লোগাং ইউনিয়নের কিশোর মোহন চাকমার ছেলে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুদক রাঙ্গামাটি কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহিদ কালাম বাদী হয়ে গত ১ জুন ‘১৬ কাপ্তাই থানায় করা মামলায় কেপিএম’র সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিনয় প্রকাশ চাকমাসহ আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঠিকাদারী প্রতিষ্ঠান এবং কেপিএম লিঃ এর কতিপয় কর্মকর্তা পারস্পরিক যোগসাজসে জালিয়াতি ও প্রতারণার আশ্রয়ে ভূয়া টেন্ডার/পারফর্ম্যান্স সিকিউরিটিকে খাঁটি হিসেবে ব্যবহার করে ন্যস্ত ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঠিকাদারদের আর্থিকভাবে লাভবান করেছে। যার ফলে প্রকারান্তরে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজেরাই লাভবান হওয়েছে। দুদকের তদন্তে বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় অনুসন্ধানকারী কর্মকর্তা মো. জাহিদ কালাম দরপত্র মূল্যায়ন কমিটি (টিইসি)’র সদস্যবর্গসহ ঠিকাদার/সরবরাহকারীর বিরুদ্ধে দন্ডবিধি’র ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১০৯সহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা রুজু করা হয়। মামলা নং-০১, তারিখ : ০১.০৬.২০১৬ ইং।

অপরদিকে, মামলার তদন্ত চলছে বলে জানিয়েছেন, বাদী দুদক রাঙ্গামাটি কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহিদ কালাম।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন