পেকুয়া জিয়া কলেজে অভিভাবক সমাবেশে ছাত্রদলের দু’পক্ষের হট্টগোল, ধাওয়া

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া
পেকুয়া জিয়াউর রহমান উপকূলীয় কলেজে অভিভাবক সমাবেশে ছাত্রদল দু’গ্রুপের মধ্যে হট্টগোল হয়েছে। শহীদ জিয়াউর রহমান উপকুলীয় কলেজের অনুষ্ঠিত সমাবেশ ছাত্রদল দু’গ্রুপের বাকবিতন্ডার জের ধরে পন্ড হয়েছে। এ সময় কলেজ শিক্ষকরা জড়ো হয়ে ছাত্রদল এক পক্ষকে ধাওয়া দেয়।

ঘটনাটি ঘটেছে গতকাল ১২ অক্টোবর সোমবার সকাল ১১টার দিকে পেকুয়া শহীদ জিয়া উপকুলীয় কলেজ হল রুমে। জানা গেছে ওই দিন সকালে কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্টিত হয়েছে। এ সময় ছাত্রদল উপজেলা শাখার আহবায়ক কামরান জাদিদ মুকুট গ্রুপের উপজেলা ছাত্রদল যুগ্ন আহবায়ক সোহেল আজিম, শহীদ জিয়া কলেজের সাবেক সি.সহ সভাপতি আব্দু রহিম ও সাবেক কলেজ ছাত্রদল নেতা শহিদুল ইসলাম আমন্ত্রিত অতিথি হিসেবে ওই সমাবেশে যোগদান করেন।

অপরদিকে উপজেলা ছাত্রদল অপর অংশ.যুগ্ন আহবায়ক আহাসান উল্লাহ গ্রুপের জাহেদ, মামুন, এরশাদ, বাবুসহ আরো কয়েকজন ছাত্রদল নেতারা অপর অংশের ছাত্রদল নেতাদের যোগদান ও বক্তব্য দেওয়া নিয়ে কলেজ শিক্ষকদের এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেন। এ সময় ছাত্রদল দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে আহসান উল্লাহ গ্রুপের ওই অংশের সাথে বহিরাগতারা কলেজে অনুপ্রবেশ করে উদ্ভট পরিস্থিতি সৃষ্টি করে। এ সময় মুকুট গ্রুপ এর প্রতিবাদ করলে ছাত্রদল দু’গ্রুপের মধ্যে হট্টগোল দেখা দেয়।

এ সময় শহীদ জিয়া উপকুলীয় কলেজের শিক্ষকরা জড়ো হয়ে আহসান উল্লাহ গ্রুপের নেতা ও বহিরাগতদের ধাওয়া দেয়। পরে দু’পক্ষের উত্তেজনায় নির্ধারিত অভিভাবক সমাবেশ পন্ড হয়ে যায়। সমাবেশে যোগদান করতে আসা অভিভাবকরা কলেজের নীতি নির্ধারনী ওই সমাবেশে কোন সিদ্ধান্তে উপনীত হতে না পেরে চলে গিয়েছেন বলে অনেক অভিভাবক সংবাদকর্মীদের নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে উপজেলা ছাত্রদল যুগ্ন আহবায়ক সোহেল আজিম অভিভাবক সমাবেশে যোগদান করার সত্যতা স্বীকার করেছেন। আমি রিনা আক্তার নামে এক শিক্ষার্থীর অভিভাবক হিসেবে যোগদান করি। সামান্য বাড়া বাড়ি হয়েছে।

যুগ্ন আহবায়ক আহসান উল্লাহ জানিয়েছেন এসব তার জানা নেই। আমি চট্টগ্রাম শহরে অবস্থান করছি। আমাদের মধ্যে কোন গ্রুপ নেই। অভিভাবক সমাবেশে ছাত্রদলের কাজ কি।

শহীদ জিয়া উপকুলীয় কলেজের শিক্ষক ড.জাকির হোসেন হাওলাদার জানিয়েছেন ছাত্রদল দু’গ্রুপের মধ্যে সামান্য বাকবিতন্ডা হয়েছে। আমরা নিষেধ করলে তারা কলেজ থেকে চলে যায়। অভিভাবক সমাবেশ ঠিকই হয়েছে। পন্ড হয়নি।

এ প্রসঙ্গে জানতে অধ্যক্ষ ওবাইদুর রহমানের সাথে যোগাযোগ করার জন্য তার মুঠোফোন সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন