পেকুয়ায় হত্যা মামলার বাদীর পরিবারকে হুমকি, আটক-১

নিজস্ব প্রতিনিধি :
পেকুয়ার টইটং ইউনিয়নের বৃদ্ধ উকিল আহমদ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামীকে আটক করা হয়েছে। জানা যায়, রবিবার বিকাল ৪ টায় টইটং খুইন্ন্যা ভিটা এলাকায় দলবল নিয়ে ঘুরাফেরা করার সময় খুইন্ন্যা ভিটা ও গুদিকাটার সাধারণ মানুষ জড়ো হয়ে ডাকাত বেলাল উদ্দিনকে আটক করে।

পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চৌকিদারের কাছে সোপর্দ করে। পরে ধৃত আসামীকে ইউপি থেকে পেকুয়া থানায় হস্তান্তর করে। সে টইটং ইউনিয়নের চেপ্টামোড়া এলাকার আবদুল কাদেরের পুত্র বলে জানা যায়।

স্থানীয়রা জানান, ২০১৪ সালে ২৫ জুলাই দিনদুপুরে ধৃত আসামী বসতবাড়ীতে গিয়ে বৃদ্ধ উকিল আহমদকে হত্যা করে। স্থানীয় লোকজন ঘটনাস্থলে এলে ধৃত আসামী ডাকাত বেলাল প্রকাশ্যে গুলি করে। পরে বৃদ্ধ উকিল আহমদের পুত্র বাদী হয়ে পেকুয়া থানায় হত্যা মামলা দায়ের করে। যার নং জি আর ১৪৭/১৪। পরে মামলাটি সুষ্ট তদন্ত করার জন্য কক্সবাজার সি আই ডিতে হস্তান্তর করে। কক্সবাজারের সি আই ডির এ এস আই জাহাঙ্গীর আলমের কাছে তদন্তাধীন রয়েছে।

স্থানীয়রা আরো জানান, দা বাহিনীর প্রধান ডাকাত নাছিরের অন্যতম সহযোগী। সে অস্ত্র  নিয়ে সরাসরি মরহুম বৃদ্ধ উকিল আহমদকে আঘাত করে। ধৃত আসামীকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে অস্ত্রের ভান্ডার পাওয়া যাবে বলে অভিযোগ করছেন মামলার বাদী। এ মামলায় গ্রেফতার হওয়া প্রায় ৬/৭ আসামীর কেউ আদালতে স্বীকারউক্তিমূলক জবাববন্দি দেয় নাই। অথচ ঘটনাটি দিনদুপুরে এবং আসামীরা চিহ্নিত, তা নিয়ে বাদীর পরিবার হতাশ। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করলে সব কিছু বের হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাদীর পরিবার।

এদিকে বাদীর পরিবার অভিযোগ করেন, বটতলী জুমপাড়া এলাকার নুরুল কাদেরের পুত্র আব্দুল হামিদসহ অন্যান্য আসামীরা প্রকাশ্যে আবারো ঘটনা করার এবং মেরে ফেলার হুুমকি দিয়ে যাচ্ছে। বাদী পরিবার চরম নিরাপত্তায় ভুগছে জানিয়ে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এ ব্যাপারে পেকুয়া থানার এ এস আই নাজিরের সাথে যোগাযোগ করা হলে তিনি আটকের সত্যতা জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন