পেকুয়ায় এতিম শিশুদের জমি জবরদখলের চক্রান্ত

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় এতিমের জমি জবরদখ করার চক্রান্তের অভিযোগ ওঠেছে প্রভাবশালীর বিরুদ্ধে। এতে ভুক্তভোগি এতিম শিশুরা তাদের পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ অভিযোগ করেছেন উপজেলার রাজাখালী ইউনিয়নের দশের ঘোনাস্থ টেকঘোনা এলাকার মৃত আক্কাস উদ্দিনের স্ত্রী কহিনুর আকতার।

কহিনুর আকতার বলেন, আমার স্বামী আক্কাস উদ্দিন ও বড় মেয়ে রাখি বিগত ৮বছর আগে সড়ক দূর্ঘটনায় মারা যায়। তার রেখে যাওয়া দুই সন্তান আবু হুমাইন বাপ্পু ও মরিয়মকে নিয়ে অনেক কষ্টে স্বামীর সংসারে রয়েছি। নিজের সুখকে বিসর্জন দিয়ে দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সাথে মিলেমিশে এখন পর্যন্ত সংসার করে যাচ্ছি।

বর্তমানে আমার শ্বাশুর গুরুতর অসুস্থ। চলাফেরা তো দূরের কথা চোঁখেও দেখেন না তিনি। এ সুযোগে আমার স্বামীর ভাই আবু জাফর, সেলিম উদ্দিন, কাইছার আহমদ, শাহাব উদ্দিন ঐক্যবদ্ধ হয়ে অসুস্থ পিতার কাছ থেকে জোরপূর্বক রেজিস্ট্রি অফিসে নিয়ে জমি হেপা করার চেষ্টা করেন। তার মধ্যে এতিম দুই সন্তানের জমি ও বসতবাড়ি রয়েছে।

ওই সময় আমি এতিম সন্তানদের নিয়ে সাব-রেজিস্ট্রি কার্যালয়ে উপস্থিত হলে জমি রেজেস্ট্রি না করে তারা কৌশলে পালিয়ে যায়। বি.এস ১৮৫ খতিয়ানের ১০৮২৩ ও ১০৮২৪ দাগের আন্দর ১৬শতক জমি আমার সন্তানের বসতবাড়ি ও নাল জমি রয়েছে। যেকোনো সময় তারা গোপনে ওই জমি রেজেস্ট্রি করে এতিম দুই সন্তানকে পৈত্রিক জমি থেকে বঞ্চিত করার পায়তারা শুরু করেছে। এ বিষয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন