পেকুয়ায় ইউপি সদস্যের বসতঘরে ডাকাতদলের হানা, ভাংচুর

 

পেকুয়া প্রতিনিধি:

পেকুয়ায় এক ইউপি সদস্যের বসত ঘরে ডাকাতদল হানা দিয়ে ব্যাপক ভাংচুর চালিয়েছে। এসময় ডাকাতি চেষ্টা প্রতিহত করতে এলাকাবাসীরা এগিয়ে আসলে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায় ডাকাতদলের সদস্যরা।

শুক্রবার (২৩জুন) গভীর রাতে উপজেলার রাজাখালী ইউনিয়নের মাতবর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মো. ওসমান রাজাখালী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য ও একই এলাকার মৃত হাফেজ আহমদের ছেলে।

ইউপি সদস্য মো. ওসমান বলেন, শুক্রবার দিনগত রাত ১২টার দিকে একই এলাকার মাহাবুর রহমানের ছেলে আরিফ(২২), আবুল হাশেমের ছেলে সনেক(২৭), আবুল কালামের ছেলে মিশকাত(২১), মো. মিয়ার ছেলে জিহান(২৩) সহ আরো ৫-৬জন সশস্ত্র ডাকাত আমার বাড়িতে হানা দেয়।

এসময় ডাকাতদল লোহার দরজা ভেঙ্গে বসত ঘরে প্রবেশ চেষ্টা চালায়। কিন্তু লোহার দরজায় আঘাতের শব্দে প্রতিবেশীরা এগিয়ে আসলে ডাকাতদলের সদস্যরা গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়। ডাকাতদল আমার বসত ঘরের দরজা জানালাসহ বিভিন্ন জায়গায় ব্যাপক ভাংচুর চালায়।

পেকুয়া থানার ওসি জহিরুল ইসলাম খান বলেন, ইউপি সদস্যের ঘরে ডাকাতি চেষ্টার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। কিন্তু পুলিশ গিয়ে উল্লেখযোগ্য কোন আলামত খুঁজে পায়নি। তারপরেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন