পিবিসিপি খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার কমিটি গঠিত

সভাপতি: জাহিদ, সম্পাদক: আজম খাঁন

pbcp college

পার্বত্যনিউজ ডেস্ক:

সর্বক্ষেত্রে পার্বত্য বাঙ্গালীদের সাংবিধানিক অধিকার আদায়ের আন্দোলনরত পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ, খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার পূর্নাঙ্গ কমিটি আজ (মঙ্গলবার) গঠন করা হয়েছে। জাহিদুল ইসলাম জাহিদকে সভাপতি, আজম খাঁন অনিককে সাধারন সম্পাদক ও জাহাঙ্গীর আলমকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে জেলা কমিটি।

গত ১৩ সেপ্টেম্বর (শনিবার) কলেজ অডিটরিয়মে নবীণ বরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি সরকারি কলেজ শাখা কমিটি গঠনের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করে কার্যকরী কমিটির সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মমিনুল ইসলাম। কেন্দ্রীয় ও জেলা কমিটির নির্দেশনামতে আজ মঙ্গলবার সকাল ১১টায় খাগড়াছড়ি সরকারি কলেজ অডিটরিয়মে জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা সাধারন সম্পাদক এস.এম মাসুম রানা, সহ-সাধারন সম্পাদক জুয়েল দেবনাথ, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামালসহ কলেজ শাখা কমিটির নেতৃবৃন্দ।

এসময় জেলা নেতৃবৃন্দ কলেজ শাখা কমিটিকে খাগড়াছড়ি সরকারি কলেজে শিক্ষার মান উন্নয়নে সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে এগিয়ে আসার আহবান জানান। নেতৃবৃন্দ আরও বলেন, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সরকার পাহাড়ীদের কোটা ব্যবস্থা দিয়ে বাঙ্গালীদের শিক্ষা, চাকুরী সুবিধা হতে বঞ্চিত করে পার্বত্যাঞ্চলে পাহাড়ী-বাঙ্গালীদের মধ্যে চরম বৈষম্য সৃষ্টি করেছে। খাগড়াছড়ি সরকারি কলেজে অনার্স চালু করা, দুরবর্তী ছাত্র-ছাত্রীদের যাতায়াতে কলেজ বাস চালু করাও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের আন্দোলনের ফসল বলে নেতৃবৃন্দ উল্লেখ করেন। নেতৃবৃন্দ, বাঙ্গালীদের অধিকার আদায়ে কলেজ শাখা কমিটিকে অগ্রণী ভূমিকা পালনের আহবান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন