পাহাড়ে  চাঁদাবাজি মহামারিতে রূপ নিয়েছে: লে. কর্নেল এম জাহিদুর রশীদ পিএসসি

20161029_133633-2-copy

রামগড় প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার রামগড় জোন কমান্ডার  ও  বিজিবির ৪৩ ব্যাটালিয়নের অধিনায়ক  লে.কর্নেল এম জাহিদুর রশীদ পিএসসি বলেছেন, পার্বত্য এলাকায়  চাঁদাবাজি  এখন মহামারি আকার ধারণ করেছে। এখনই তা প্রতিরোধ  করা না গেলে  এখানে ভয়াবহ অবস্থার সৃষ্টি  হবে। আর এর পরিনতি ভোগ করতে হবে সাধারণ  পাহাড়ি বাঙ্গালী  সকলকে। তাই চাঁদাবাজ,  সন্ত্রাসীদের বিরুদ্ধে এক্ষুনি সম্মিলিতভাবে প্রতিরোধ  গড়ে তুলতে হবে।

শনিবার রামগড়ে বিজিবি  ব্যাটালিয়ন সদরে  অনুষ্ঠিত  চাঁদাবাজিই শান্তি, সম্প্রীতি,  উন্নয়নের প্রধান  অন্তরায়  শীর্ষক জনসচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে  জোন কমান্ডার  এসব কথা বলেন। তিনি আরও  বলেন, কেউ না কেউ আশ্রয় প্রশ্রয়  দেয় বিধায় পাহাড়ের  চাঁদাবাজ,  সন্ত্রাসীরা নির্বিঘ্নে  তাদের  অপকর্ম চালিয়ে যেতে পারছে।  তাই এসব আশ্রয়, প্রশ্রয়দাতাসহ তাদের সহায়তাকারিদেরও  চিহ্নিত করতে হবে।  বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলাবাহিনীর কাছে অপরাধীদের ব্যাপারে দ্রুত তথ্য  দিতে হবে। সর্বপরি এলাকার পাহাড়ি বাঙ্গালি সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে  চাঁদাবাজ  সন্ত্রাসীদের বিরুদ্ধে।

গত ২৫  অক্টোবর  রামগড়ের  পিলাকছড়া এলাকা থেকে একদল পোশাকধারী  সশস্ত্র  উপজাতীয়  সন্ত্রাসী স্থানীয়  তিনজন বাংগালী  ব্যবসায়ীকে অস্ত্রের মুখে অপহরণ  করে আড়াই লক্ষ টাকার বিনিময়ে মুক্তি দেয়। এ ঘটনায় স্থানীয়  পাহাড়ি-বাঙ্গালীদের মধ্যে অসন্তোষ  দেখা দেয়ার প্রেক্ষিতে রামগড়  বিজিবি  জোন শনিবার  এ মতবিনিময় সভার আয়োজন করে।

মতবিনিময় সভায় অপহৃত তিন ব্যবসায়ী আবুল খায়ের, তার ভাই মো: শাহ জাহান ও মোস্তফা উপস্থিত  ছিলেন। এদের মধ্যে মো: শাহ জাহান বক্তব্যে তাদেরকে অপহরণ করে মুক্তিপণ  আদায় করার সেদিনের মর্মস্পর্শী ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেংগে পড়েন।

মতবিনিময় সভায়  অন্যান্যের মধ্যে রামগড়  উপজেলা  চেয়ারম্যান  শহিদুল ইসলাম ভুইয়া, সহকারী পুলিশ  সুপার (রামগড়  সার্কেল) কাজী হুমায়ুন রশিদ, থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন  খান, উপজেলা  ভাইস চেয়ারম্যান  আব্দুল  কাদের, রামগড়  ইউপি চেয়ারম্যান  শাহ আলম মজুমদার, পাতাছড়ার ইউপি চেয়ারম্যান  মনিন্দ্র ত্রিপুরা, পৌরসভার  কাউন্সিলর ও প্যানেল মেয়র ২  দেলোয়ার  হোসেন, মহিলা কাউন্সিলর আনোয়ারা  বেগম, হেডম্যান আপুশু  চৌধুরি, ইউপি সদস্য বুলু মারমা, দুলাল  মেম্বার, স্কুল শিক্ষক আব্দুল  কাদের প্রমূখ বক্তব্য দেন।

মতবিনিময় সভায়  গত ২৪ অক্টোবর  রামগড়ের  চৌধুরিপাড়া হাই স্কুলে ক্লাসে বসাকে কেন্দ্র করে  উপজাতীয় ছেলেরা হামলা চালিয়ে ৬ জন বাংগালী  ছাত্রকে  আহত করার ঘাটনা নিয়েও আলোচনা হয়। অনুষ্ঠানে  ৪৩  ব্যাটালিয়নের উপ অধিনায়ক  মেজর হুমায়ুন রশীদসহ বিজিবির বিভিন্ন  পদের কর্মকর্তারা  উপস্থিত  ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন