পানছড়ির মুসলিমনগরে আগুনে পুড়ল শতাধিক লিচু গাছ

GARDEN PIC copy

নিজস্ব প্রতিবেদক, পানছড়ি:

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ৫নং উল্টাছড়ি ইউপির মুসলিমনগর গ্রামের একটি বাগানে প্রায় শতাধিক লিচু  ও লেবু গাছ আগুনে পুড়ে গেছে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

জানা যায়, সাবেক লতিবান ইউপির চেয়ারম্যান উল্টাছড়ি গ্রামের মরহুম আবদুল মালেকের ছেলে মো. শফিকুল আলম বিগত ৮/৯ বছর আগে মুসলিমনগর এলাকায় ৫একর জায়গার মধ্যে গড়ে তোলে আম ও লিচু বাগান। বর্তমানে বাগানে প্রায় পাঁচ শতাধিক গাছ রয়েছে। সবগুলো গাছেই মুকুলে ভরপুর। কিন্তু কে বা কাহারা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

তবে বাগান মালিক শফিকুল জানায়, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলেও তার ধারনা। এদিকে বাগানের পাশেই রয়েছে এপিবিএন ক্যাম্প। ওই ক্যাম্পে দায়িত্বরত এসআই আহাম্মদ আলী পার্বত্যনিউজকে জানায়, ক্যাম্পের সদস্যরা আগুন দেখে নাই তবে ধোঁয়া দেখেছে। বড় আকারে আগুন দেখা না যাওয়ায় তারা জিনিসটি গুরুত্ব দেয়নি বলেও জানায়।

বাগান মালিক জানায়, বিগত বছরগুলোতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এ বাগান গড়েছি বর্তমানে আমার প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে শফিকুল পানছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন