পানছড়িতে হেলেনকেলার ইন্টারন্যাশনালের স্টেক হোল্ডার সভা অনুষ্ঠিত

sTACK HOLDER MEETING pIC copy

স্টাফ রিপোর্টার:

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় মেকিং মার্কেটস ওয়ার্ক ফর উইমেন (এমটুডব্লিউটু) স্কেল-আপ প্রজেক্টের স্টেক হোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে। হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়োজনে, ডিএফআইডি-সিঁড়ি’র সহযোগিতায় মঙ্গলবার সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

পানছড়ি উপজেলা টিম লিডার কর্ণজয় ত্রিপুরার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ আব্দুল মান্নান মোল্লা। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, পানছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তঞ্চঙ্গ্যা।

অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের অর্জনসহ নানান তথ্যাদি প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন কৃষিবিদ আবদুল মান্নান মোল্লা ও প্রজেক্ট এ্যাকাউন্টটেন্ট অনুপ কুমার চাকমা। উপকোরভোগীদের পক্ষ থেকে তাদের পরিবর্তনের কথা তুলে ধরেন হেডম্যান প্রতিনিধি মেমং চৌধুরী, জ্যোর্তিময় পাড়ার বিপ্লব চাকমা, বাগান পাড়ার উক্রাচিং মারমা ও হেডম্যানটিলার আঞ্জুমান বেগম।

এ সময় আরো উপস্থিত ছিলেন, পানছড়ি কৃষি ব্যাংক ব্যবস্থাপক দেবাশীষ ত্রিপুরা, ২নং চেংগী ইউপি চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তার প্রতিনিধি আলোজ্যোতি চাকমা, ইউপি সদস্য মো. জব্বার হোসেন, ফিল্ড ফ্যাসিলিটেটর অশোক মিত্র চাকমা, সুজিত দেওয়ান, পলি চাকমা প্রমূখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন