পানছড়িতে শিক্ষকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা দাবীতে স্মারক লিপি প্রেরণ

17 P

উপজেলা প্রতিনিধি, পানছড়ি :

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার দাবীতে এক প্রতীকি অনশন ও শিক্ষা অফিসারের মাধ্যমে মহাপরিচালক বরাবর এক স্মারক লিপি প্রেরণ করেছে। আজ বৃহস্পতিবার বিকাল তিনটায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে এ প্রতীকি অনশন পালন করে। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন। 

‘‘শিক্ষকদের মর্যাদা জয় হোক” এ শ্লোগানের ব্যানারে প্রতীকি অনশন চলাকালে শিক্ষক মাসুদ আহম্মদের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয় পানছড়ি উপজেলা সহকারী শিক্ষক সমিতির আহবায়ক সুরেশ কুমার ত্রিপুরা ও যুগ্ন আহবায়ক মো: আবদুল মান্নান।

বিকাল সোয়া তিনটায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে এগার দফা দাবী সম্বলিত একটি স্মারক লিপি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোশারফ হোসেনের হাতে তুলে দেওয়া হয়।

উপস্থিত শিক্ষকরা এ প্রতিবেদককে জানান, প্রধান শিক্ষক থেকে আমরা তিন ধাপ পিছনে রয়েছি। এ ধরনের বৈষম্য আগে ছিলনা, তাই আমরা বঞ্চিত হচ্ছি। আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

One Reply to “পানছড়িতে শিক্ষকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা দাবীতে স্মারক লিপি প্রেরণ”

  1. অনুগ্রহ করে শংশোধন করুন “মাসুদ আহম্মদ” এর স্থলে “মাসুদ আলম” হবে। খবর টি প্রকাশ করার জন্য ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন