নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বাইশারি প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে র‌্যালিসহ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলায় মঙ্গলবার(১৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামালের সভাপতিত্বে এবং বিআরডিবি সহকারী কর্মকর্তা মো. শাহ আলমের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দীন।

এসময় বক্তারা বলেন, আগস্ট মাস বাঙ্গালী জাতির জন্য শোকের মাস। এ ম্যাসেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। যারা সেদিন এ ঘটনা ঘটিয়েছিল। পরবর্তীতে তারাই জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা চালিয়েছে। এখনও স্বোচ্ছার সেই অপশক্তিটি। তারা ২১ শে আগস্টে সবচেয়ে ন্যাক্কারজনক ভাবে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড ছুঁড়ে মারে। কিন্তু স্বয়ং আল্লাহ সেদিন শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন। যার জন্যই আজ বাংলাদেশ বিশ্ব দরবারে এগিয়ে চলেছে।

বক্তারা আরও বলেন, সেদিন যদি শেখ হাসিনাকে তারা হত্যা করতে পারত, তাহলে সেদিন হত্যা হতো এদেশের মানুষের আশা-আকাঙ্খা। হত্যা হতো এদেশের কোটি কোটি মানুষের স্বপ্ন। আবার রাজত্ব করত সেই স্বাধীনতাবিরোধী অপশক্তি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন, নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ এসএম তৌহিদ কবির, উপজেলা শিক্ষা অফিসার আবু আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা অধ্যাপক এম, শফি উল্লাহ, পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রির বিশেষ প্রতিনিধি আল হাজ্ব খাইরুল বাশার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. আবু তাহের, সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, সদস্য সচিব মো. ইমরান মেম্বার, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তারেক রহমান, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জুহুরা বেগম, সাধারণ সম্পাদক ওজিফা খাতুন রুবী,

কৃষকলীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মামুন শিমুল, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি মো. আব্দু সাত্তার, শ্রমিকলীগের সভাপতি জহির উদ্দীন, উপজেলা যুবলীগের সভাপতি মো. জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক মো. আলী হোসেন মেম্বার।এতে আরও উপস্থিত ছিলেন, সাবেক সিনিয়র সহ সভাপতি নাজমুল হাছান, সাবেক যুগ্ম সম্পাদক ইব্রাহীম আজাদ, সদর ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি মিজানুল করিম, সাধারণ সম্পাদক ফাহিম ইকবাল চৌধুরী খাইরু, সাংগঠনিক সম্পাদক মো. আনছার উল্লাহ প্রমুখ।

আলোচনা সভার পূর্বে জাতীয় শোক দিবস তথা ৪২তম শাহাদাত বাষির্কী উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে র‌্যালি নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন