নাইক্ষ্যংছড়িতে বই বিতরণ

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

নতুন বই পাওয়ার অপেক্ষা যেন সইছে না। অনেক খুশি আর আনন্দঘন চোখে মুখে কিছুক্ষণ পর পর হৈ-হুল্লোড় করে উঠছিল নতুন বইয়ের জন্য অপেক্ষমান কোমলমতি শিক্ষার্থীরা।

সবশেষে অতিথিদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে নতুন বইগুলো বুকে জড়িয়ে নিয়ে মা-বাবার কাছে ফিরে যাওয়ার পরই উৎসবের সমাপ্তি ঘটে। এভাবেই পুরো পাহাড়ি উপজেলা নাইক্ষ্যংছড়িতে নতুন বছরের প্রথম দিনে সকল প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ জানুয়ারি) সকালে প্রথমে নাইক্ষ্যংছড়ি বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামানের পক্ষে আনুষ্ঠানিক বই বিতরণ করা হয়।

বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল বাশার এর সভাপতিত্বে ও শিক্ষক ওমর ফারুখ এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক জয়নাল আবেদীন, জেসমিন আক্তার, খতিজা বেগম, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল।

অপরদিকে নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারি উচ্চবাদ্যালয় মাঠে বই বিতরণ কার্যাক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন কচি। এসময় সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, ছালেহ আহমদ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদৎ হোসেন, শিক্ষক বাদল রায় ঘোষ, এ কে এম সাইফুদ্দিন, চানু অং চাক প্রমুখ।

বই বিতরণকালে বক্তারা বলেন, অতীতে যেখানে নতুন ক্লাসের বই পেতে মার্চ-এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হতো। সেখানে বছরের শুরুতেই বই উৎসব হচ্ছে সারাদেশে। এটি একটি সরকারের সব ভাল কাজের মধ্যে অন্যতম। নতুন বই নিয়ে সকল শিক্ষার্থীরা যাতে উজ্জীবিত হয়ে লেখাপাড়ায় মনোযোগী হয় তার জন্য অভিভাবকদের দৃষ্টি রাখতে হবে।

এদিকে ১ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়েও উৎসবমুখর পরিবেশে বই বিতরণ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে ইউএনও সাদিয়া আফরিন কচি প্রধান অতিথির বক্তব্য দেন। এছাড়া বক্তব্য দেন- প্রধান শিক্ষক মংশৈঅং মার্মা, প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, শিক্ষক নুরুল হুদা, ছৈয়দ সরওয়ার, বুলবুল আক্তার, কহিনুর আক্তার খুকি, ফাতেমা বেগম, শফিকুর রহমান, উম্মে আইমান তান্নি প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন