নাইক্ষ্যংছড়িতে জেলা জাসদের সম্মেলন অনুষ্ঠিত

Jasad news pic

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জেলা জাসদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা জাসদের সম্মেলনে বক্তারা বলেছেন, দুর্নীতি রোধ না করলে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা সম্ভব হবে না। শেখ হাসিনা দেশের উন্নয়ন, পদ্মা সেতু নির্মাণ ও যুদ্ধাপরাধীদের বিচার করছেন। শিক্ষা, স্বাস্থ্যসহ দেশের মানুষের মৌলিক চাহিদা পুরণ করতে সক্ষম হয়েছেন। এজন্য বাংলার মানুষ শেখ হাসিনার প্রতি চির কৃতজ্ঞ। জাসদ দখলবাজী সন্ত্রাসের বিরুদ্ধে। সরকারের সমস্থ ভাল কাজের অংশিদার জাসদ। তাই মুক্তিযোদ্ধার দল জাসদের দাবি অনুযায়ী সকল যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন করার দাবি জানান।

জাতীয় সমাজ তান্ত্রিক দল-জাসদের বান্দরবান জেলা সভাপতি সুযশময় চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন খান বাদল এমপি উপস্থিত থাকার কথা থাকলেও সংসদের চলমান অধিবেশনের কারনে তিনি উপস্থিত ছিলেন না। তবে উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি মুঠোফোনে দেওয়া বক্তৃতায় বলেন, জাসদ জঙ্গিবাদ মৌলবাদের বিরুদ্ধে ছিল আগামীতেও থাকবে। তিনি পার্বত্য জেলা লামার কয়লা খনি খননের বিষয়ে সরকারের প্রতি দাবি জানান।

মো. ইসলাম খাঁন ইমন এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইন্দুনন্দন দত্ত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও আদিবাসী সম্পাদক ভানু রঞ্জন চক্রবর্তী।

এছাড়াও সম্মেলনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী, জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদের নাইক্ষ্যংছড়ি উপজেলা সভাপতি মাস্টার ফারুক আহামদ, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ নেতা ডা. ইসমাইল হোসেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মামুন শিমুল।

অনুষ্ঠানে সংহতি প্রকাশ করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সদস্য সচিব তসলিম ইকবাল চৌধুরী। এ সময় জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদের সহ-সভাপতি শামসুল হক, সাধারণ সম্পাদক রুপন নাথ, সাংগঠনিক সম্পাদক ছালামত উল্লাহ, মো. হারুনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত কেন্দ্রীয় নেতারা ৩৩ সদস্য বিশিষ্ট জাসদের বান্দরবান জেলা কমিটি ঘোষণা করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন