দ্বীনি শিক্ষা মানুষকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল কাজী মো. শামশের উদ্দিন পিএসসি, জি মাদ্রাসা শিক্ষার্থীদের যথাযথ দ্বীনি শিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, দ্বীনি শিক্ষা মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে ক্ষুদে শিক্ষার্থীদের জ্ঞান প্রসারের পথকে সুগম করবে বলেও মন্তব্য করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল কাজী মো. শামশের উদ্দিন পিএসসি, জি।

বৃহস্পতিবার (১৫মার্চ) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা দারুচ্ছুন্নাহ মাদ্রাসা মিলনায়তনে দিনব্যাপী ক্বিরাত, আযান ও ক্যুইজ প্রতিযোতিার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী, মাটিরাঙ্গা জোন মাটিরাঙ্গা দারুচ্ছুন্নাহ মাদ্রাসায় এ প্রতিযোগিতার আয়োজন করে। মাটিরাঙ্গা দারুচ্ছুন্নাহ মাদ্রাসার পরিচালক মাওঃ আনোয়ার হোসাইন মিয়াজী উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ইমরুল কায়েস মেহেদী, সাবেক উপজেলা চেয়ারম্যান  মো. নাছির আহমেদ চৌধিরী, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুল কুদ্দুস, বিশিষ্ট ব্যবসায়ী মো. ফরিদ উদ্দিনসহ মাদ্রাসার শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দুই গ্রুপে অনুষ্ঠিত দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকালের দিকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল কাজী মো. শামশের উদ্দিন পিএসসি, জি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন