দুর্নীতি ও মাদক বাণিজ্যের টাকায় সুখ-শান্তি স্থায়ী হয় না: দুদক কমিশনার

teknaf pic 5-2-17 copy

টেকনাফ প্রতিনিধি:

দুর্নীতি-মাদক জাতি ও সমাজের জন্য ক্ষতিকর। আমরা দুর্নীতি থেকে বের হয়ে সততা, ন্যায়-নিষ্ঠা, যোগ্যতা দিয়ে আমাদের জন্মভূমিকে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নয়নের মহাসড়কে নিয়ে যেতে চাই। সরকারী ও বেসরকারী সেবা প্রদানকারী অফিস সমুহে সাধারণ মানুষের হয়রানি রোধে নাগরিক সেবা প্রদানে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে দুদক কমিশনার বলেন, প্রয়োজনে সিটিজেন চার্টার ব্যবহার করুন।

তিনি আরও বলেন, দূর্নীতি ও মাদক বাণিজ্যের টাকায় সুখ-শান্তি স্থায়ী হয়না। সমাজের স্থিতিশীলতা বজায় রেখে আগামীতে দেশ পরিচালনার যোগ্য নাগরিক যুব সমাজকে সততা, মেধা ও সেবার আন্তরিকতা নিয়ে গড়ে উঠতে হবে। তাতেই এদেশের জনগণ স্বাধীনতার সুফল ভোগের পাশাপাশি পুরো মানবতার পাশাপাশি সহনশীল হয়ে উঠতে শিখবে।

রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. শফিউল আলমের সভাপতিত্বে দেশ গড়ার প্রয়োজনে, দুর্নীতি রুখব সর্বজনে শ্লোগানে আয়োজিত সততা সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশনের (তদন্ত) কমিশনার এএফএম আমিনুল ইসলাম এসব কথা বলেন।

এসময় অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন, দুদকের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. মনিরুজ্জামান, কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু নাসের ভূঁইয়া, অতিরিক্ত জেলা পুলিশ সুপার গোলাম রুহুল কুদ্দুস, টেকনাফ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী, জেলা পরিষদের সদস্য শফিক মিয়া, জেলা আওয়ামী লীগের সদস্য সোনা আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহির হোসেন এমএ, পৌর আওয়ামী লীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাষ্টার জাহেদ হোসেন, টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৌলানা রফিক উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার, টেকনাফ পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলাম হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, হ্নীলা ইউপি চেয়ারম্যান এইচকে আনোয়ার, বাহারছড়া ইউপি চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন,

এছাড়া উপজেলার ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের সততা সংঘের সদস্যবৃন্দ, রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সেবা প্রদানকারী বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।

সভা শেষে উপস্থিত ৫শতাধিক শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও প্রশাসনিক কর্মকর্তাদের দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান দুদক কমিশনার।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন