দীঘিনালায় ১৯টি নার্সারি পুকুরে পোণা চাষ করে উপজেলার চাহিদা মেটানো হচ্ছে

Dighinala picture 19-07-2016 copy

দীঘিনালা প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রায় ২৬ হেক্টরের ১৯ টি নার্সারী পুকুরের মাধ্যমে পোণা লালন করা হচ্ছে। বর্তমানে এসব পুকুরে প্রায় ৮০ লাখ পোণা মজুদ রয়েছে। যা উপজেলার চাহিদার তুলনার চেয়ে ১৬ লাখ বেশি। উৎপাদিত এসব পোণা স্থানীয় চাহিদা মিটিয়ে, বাড়তি পোনা অন্যেত্রে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছে স্থানীয় মাছ চাষীরা।

মঙ্গলবার ‘জাতীয় মৎস সপ্তাহ ২০১৬ উদযাপন’ উপলক্ষে উপজেলা মৎস দপ্তরে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন, উপজেলা মৎস কর্মকর্তা অর্বণা চাকমা। সাংবাদিক সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, উপজেলা মৎসজীবি লীগের সভাপতি মো. বেলাল হোসেন, উপজেলা মৎস চাষী সমবায় সমিতির সভাপতি দীপংকর প্রসাদ চাকমা, উপজেলার শ্রেষ্ঠ মৎস চাষী মো. শাহজাহান মিয়া।

সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, দীঘিনালা উপজেলায় ২হাজার ১শত ৯২ জন মৎসচাষী রয়েছে। এসব মৎসচাষীদের মাধ্যমে ১ হাজার ১শত ১২মেট্রিক টন মাছ উৎপাদিত হচ্ছে, তবে উপজেলায় ২ হাজার ১৪ মেিিট্র্ক টন মাছের চাহিদা রয়েছে। খুব শীঘ্রই লক্ষমাত্রা অর্জণ করা সম্ভব হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন