দীঘিনালায় জেএসএস’র (সংস্কার) অতর্কিত হামলায় ইউপিডিএফ সমর্থিত পিসিপি’র নেতাসহ আহত দুই

dighinala (khagrachari) news, 20-12-2014

দীঘিনালা প্রতিনিধি :

খাগড়াছড়ির দীঘিনালায় ডিগ্রী কলেজে অতর্কিত হামলা চালিয়ে আহত করা হয়েছে ইউনাইডেট পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের উপজেলা শাখার সহ-সভাপতিসহ দু‌’জনকে। আহতরা হলেন সহ-সভাপতি জেনার চাকমা (২২) এবং জ্যোতিষ চাকমা (২১)। তার মধ্যে লাঠির আঘাতে মাথা ফেটেছে জ্যোতিষ চাকমার।

শনিবার দুপুর ১২টায় দীঘিনালা ডিগ্রী কলেজে এ ঘটনা ঘটে। আহতরা ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস, এমএন লারমা) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদকে দায়ী করছে।

আহত জেনার চাকমা জানায়, তারা কলেজে ভর্তি সংক্রান্ত কাজে গিয়েছিলেন। হঠাৎ পেছন থেকে এমএন লারমা সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের বেনাশ চাকমা, জেনিথ চাকমা সহ কয়েকজন লাঠি দিয়ে মাথায় আঘাত করতে থাকে। সেসময় শিক্ষার্থী ও শিক্ষকগণ এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

তবে হামলার দায় অস্বীকার করে কলেজ শাখার সভাপতি প্রভাস চাকমা বলেন, হামলাকারীরা আমাদের সংগঠনের কেউ নয়।

এব্যাপারে ডিগ্রী কলেজের সহকারী অধ্যক্ষ তরুন কান্তি চাকমা জানান, ভর্তি সংক্রান্ত কাজে সবাই ব্যস্ত ছিল। হঠাৎ কয়েকটা ছেলে এসে তাদের মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন