থানচির দুই ইউনিয়নে নৌ চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার:

বান্দরবানের থানচিতে অধিক বৃষ্টিপাতে ও পাহাড়ি ঢলে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তিন্দু ও রেমাক্রি ইউনিয়নে আটকা পড়েছে প্রায় অর্ধশতাধিক পর্যটক। শনিবার বিকেল থেকে উপজেলার দুটি ইউনিয়নের পর্যটন স্পটগুলোতে ঘুরতে যাওয়া অনেক পর্যটকও আটকা পড়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সপ্তাহ জুড়ে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে থানচির দুই ইউনিয়নে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়ে ও পাথুরে পিচ্ছিল নৌপথ বিপদজনক হয়ে পড়েছে। ফলে দুর্ঘটনার আশঙ্কায় শনিবার বিকেল থেকে নৌ-চলাচল বন্ধ করেদেন চালকরা।

তিন্দু ও রেমাক্রি ইউনিয়নের বড়মদক, ছোটমদক, আমিয়খুম, রেমাক্রি, নাফাখুম, সাতভাইখুম ও তিন্দুসহ বিভিন্ন পর্যটন স্পটগুলোতে ঘুরতে যাওয়া অর্ধ শতাধিক পর্যটক আটকা পড়েছেন। থানচির তিন্দু ও রেমাক্রি ইউনিয়নের পর্যটনকেন্দ্রগুলোতে সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় নৌ যোগাযোগের উপর নির্ভর করতে হয় স্থানীয় ও পর্যটকদের।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসাইন জানান,সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নৌপথ বিপদজনক হয়ে পড়েছে। তিন্দু ও রেমাক্রি ইউনিয়নে কিছু পর্যটক আটকা পড়েছেন বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন