তুষার চাকমাকে হত্যার প্রতিবাদে ঢাকায় তিন সংগঠনের সংহতি সমাবেশ 

প্রেস বিজ্ঞপ্তি:

তুষার চাকমাকে হত্যার প্রতিবাদে  ও দোষীদের দৃষ্টান্তমূলক সাজার দাবিতে ঢাকায় সংহতি সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন। শুক্রবার (২২ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

পিসিপি কেন্দ্রীয় সভাপতি বিপুল চাকমার সভাপতিত্বে ও এইচডব্লিউএফ এর সাধারণ সম্পাদক মন্টি চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক ‍যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক থুইক্যচিং মারমা।

সমাবেশে সংহতি জানিয়ে আরও উপস্থিত ছিলেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, শ্রমজীবী নারী মৈত্রীর আহ্বায়ক বহ্নি শিখা জামালী ও ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্ট-এর কেন্দ্রীয় নেতা কনক জ্যোতি চাকম।

নেতৃবৃন্দ অবিলম্বে তুষার চাকমা হত্যাকাণ্ড ও চক বাজারের অগ্নিকান্ডে ঘটনা বিচার বিভাগীয় কমিটির মাধ্যমে তদন্ত করে অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন