ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম কারাগারে

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল আজমকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার(১৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) কার্যালয়ের নিচ থেকে পুলিশ তাকে আটক করে। বিকেলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সেজুটি জান্নাত-এর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওনক আলম জানান, ভিকটিম নিজেই বাদী হয়ে সোমবার দুপুরে ২৯ ও ৩১ ধারায় সদর থানায় অভিযোগ দায়ের করেন। মামলা নং-০৬/১৯।

এদিকে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন টিটু জানান, গ্রেফতারকৃত সাংবাদিক নুরুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

সাংবাদিক নুরুল আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও এসএটিভি’র খাগড়াছড়ি প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

এঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের নেতাকর্মীরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন