টেকনাফে আড়াই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ: ১৫ ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

teknaf pic (os) 18-8-16 copy

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফের পৌর এলাকায় প্রায় আড়াই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছদ করেছে প্রশাসন। সেই সাথে ১৫ ব্যবসায়ীকে ১ লাখ ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার  সকাল থেকে উপজেলা নিবাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইকবালের নেতৃত্বে টেকনাফ পৌরসভার সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

অভিযানে শুরুতে কুলালপাড়ার জীপ ষ্টেশন, শাপলা চত্বর, অলিয়াবাদ, পুরাতন বাস ষ্টেশন, লেঙ্গুরবিল রোড, বার্মিজ স্কুল রোড পর্যন্ত সওজ ও সরকারি খাস খতিয়ান জমি দখল করে নির্মাণ করা প্রায় ৩ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং ১ লাখ ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।  অভিযানকালে টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র-২ আব্দুল্লাহ মনির, কাউন্সিলর হোসেন আহমদ, পৌর সচিব মহিউদ্দিন ফয়েজী, পৌর প্রকৌশলী জহির উদ্দিন, থানার এসআই সুবীর পাল সাথে ছিলেন।

উচ্ছেদ অভিযান প্রসঙ্গে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাহিদ ইকবাল বলেন, সওজ রাস্তা দখল করে বাধা সৃষ্টি করায় ১৫ ব্যবসায়ীকে ১ লাখ ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং আড়াই শতাধিক অবৈধ স্থাপনা  উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারি জমি দখলমুক্ত করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন