কাপ্তাইয়ে বাল্যবিবাহের তথ্য দিতে পারলে নগদ টাকা ও পুরস্কার প্রদান

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে নারী ও শিশু নির্যাতন ও পাচার রোধে বুধবার (১৩ ডিসেম্বর) উপজেলার রেস্টহাউজ কক্ষে নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে এক জনচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

এসভায় বাল্যবিবাহ, আটারো বছরের নিচে শিশু শ্রম আইন দণ্ডনীয়, ইভটিজিং ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

নির্বাহী কর্মকর্তা সভায় ঘোষণা দেন বাল্যবিবাহ হচ্ছে এমন তথ্য কেউ দিতে পারলে তথ্যকারীকে খ্রিষ্ট্রীয়ান মিশন হাসপাতাল থেকে এক হাজার ও নির্বাহী কর্মকর্তার পক্ষ হতে নগদ পাঁচশত মোট দেড় হাজার টাকা, সনদ ও কলম প্রদান করা হবে।

এ অনুষ্ঠানে উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই থানার ওসি সৈয়দ মোহাম্মাদ নুর, মহিলা বিষয়ক কর্মকর্তা সিথি চাকমাসহ বিভিন্ন উপজেলার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন