টইটং-এ কর্মসৃজন প্রকল্পের কর্মসূচীর শ্রমিক দিয়ে বসতবাড়িতে কাজ করানোর অভিযোগ

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ার টইটং ইউপির চেয়ারম্যানের নিদেশে কর্মসৃজন প্রকল্পের কর্মসূচীর শ্রমিক দিয়ে এক ব্যক্তির বসতবাড়ি ও চলাচলের রাস্তা ভরাট করে দিচ্ছে। যা নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার টইটং ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পশ্চিম পাড়া নাপিত খালী এলাকার রাহাত আলীর বসতবাড়ি ও তার চলাচলের রাস্তা কর্মসৃজন প্রকল্পের কর্মসূচীর শ্রমিকরা মসজিদের পার্শ্ব থেকে মাটি নিয়ে ভরাট করছে। স্থানীয়দের মাঝে বিষয়টি জানাজানি হলে তোপের মুখে পড়ে শ্রমিকরা কাজ বন্ধ করে। এ সময় শ্রমিকরা জানান এ প্রকল্পের পিসি ৫ নং ওয়ার্ড মেম্বার আবু ওমর।

পিসি আবু ওমরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমার জানা নেই। আমি যদিও ওই প্রকল্পের পিসি তার পরও দায়িত্ব পালন করেন চেয়ারম্যান।

এ ব্যাপারে টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্থানীয়দের মৌখিক আবেদনের প্রেক্ষিতে তা করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন