জিতেছে বাংলাদেশ, হেরেছে ক্রিকেট: আসিফ

asif

বিনোদন ডেস্ক:

ক্ষোভে, দু:খে অভিমানে ফুঁসছে দেশ। এতোদিন ক্রিকেট বিশ্বে আলোচনা হত খেলোয়াড় এবং দল নিয়ে। এখন আলোচনার মধ্যমনি দুই আম্পায়ার আলীম দার (পাকি) এবং ইয়ান গোল্ড (বেনিয়া)। যা বোঝার সব বোঝা হয়ে গেছে। আই.সি.সি এখন বাংলাদেশি আম জনতার কাছে কখনো ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, কখনো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কাউন্সিল ইত্যাদি।

সরাসরি স্বপ্ন চুরির ঘটনা দেখলো আড়াইশো কোটি মানুষের পাঁচশো কোটি চোখ। আই.সি.সি সভাপতি জনাব আ.হ.ম মুস্তফা কামাল সরাসরি এই অপকর্মের বিরুদ্ধে কথা বলে উল্টো শাসানী খেয়েছেন। তিনি পদত্যাগের হুমকীও দিয়েছেন। বি.সি.বি ও কড়া প্রতিক্রিয়া জানিয়েছে এবং আই.সি.সির কাছে অরণ্য রোদনে যাচ্ছে। পদত্যাগ করুন এখুনি কামাল ভাই, কোটি কোটি মানুষের স্যালুট অপেক্ষা করছে। কি হবে আই.সি.সির এই পদ দিয়ে? ওরা তো আপনাকে ঢাল তলোয়ার বিহিন নিধিরাম সর্দার বানিয়ে রেখেছে। আপনার পদত্যাগ বাংলদেশের মানুষের মনের জ্বালা অবশ্যই অনেক কমাবে। দুদিন ধরে দেশটাকে শ্মশান মনে হচ্ছে। আবাল, বৃদ্ধ, বনিতা, শিশু-কারো মন শান্ত নয়। দূর্নীতিগ্রস্থ ভারতীয় কোম্পানী সাহারার কবল মুক্ত হউক টিম বাংলাদেশের জার্সি। জিতেছে বাংলাদেশ, হেরেছে ক্রিকেট। প্রাপ্তিও অনেক বড়, দেশের মানুষ জেগেছে । কংস মামারা চিহ্নিত হয়েছে…।

[কণ্ঠশিল্পী আসিফের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখাটি নেওয়া হয়েছে।]

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন