জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপনে রাঙ্গামাটি জেলা কমিটির প্রস্তুতিসভা

রাঙ্গামাটি প্রতিনিধি:

০৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিসভা করেছে রাঙ্গামাটি জেলা কমিটি।

মঙ্গলবার (২২জানুয়ারি) বিকেলে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা। এ সময় রাঙ্গামাটি জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান সুনীলময় চাকমা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের এডিপিও মো. রবিউল হোসেন, পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ পরিদর্শক মুহাম্মদ নুরুল আবছার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা, ব্র্যাক প্রতিনিধি সমীর কুমার কুন্ড’সহ তথ্য অফিসের প্রতিনিধি, বেসরকারি লাইব্রেরি প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আগামী ০৫ফেব্রুয়ারি দিবসটি উপলক্ষে  “গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যে

সকালে শহরের নিউ মার্কেট সম্মুখ হতে র‌্যালি ও জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে সভায় সিন্ধান্ত নেওয়া হয়।

দিবসটি সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনে জেলা ও পুলিশ প্রশাসন, শিক্ষা কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি লাইব্রেরির প্রতিনিধি’সহ সকলের সহযোগিতা কামনা করেন উদযাপন কমিটি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন