জাতীয় কন্যা শিশু দিবসে লংগদুতে মানববন্ধন ও আলোচনা সভা

dsc09966777777777-copy

লংগদু প্রতিনিধি:

‘শিশু কন্যার বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে লংগদু উপজেলা প্রশাসন ও লংগদু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সার্বিক সহযোগিতায় এক মানবনন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার উপজেলা পরিষদ সন্মুখ সড়কে আয়োজিত মানববন্ধনে আলোচনা সভায় সভাপতিত্ব ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নিজাম উদ্দিন আহম্মদ। স্থানীয় সংবাদকর্মী আরমান খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তোফাজ্জল হোসেন। অন্যান্যদের মধ্যে লংগদু থানা অফিসার ইনচার্জ মো: মোমিনুল ইসলাম বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, শিশুরা আমাদের ভবিষ্যৎ। এদের বিকাশের সমান হারে বিকাশের সুযোগ দিতে হবে। শিশুশ্রম সহ শিশু নির্যাতন বন্ধ করতে হবে। পড়া-লেখার পাশাপাশি তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ গ্রহনের সুযোগ দিতে হবে।

বক্তারা আরো বলেন, বাল্যবিবাহ আমাদের সমাজে একটি অভিশপ্ত ব্যাধি। তাই একে দূর করতে হবে। এ ব্যপারে সবাইকে সচেতন হতে হবে। সমাজে, গ্রামে, প্রতিটি ওয়ার্ডে বাল্য বিবাহ প্রতিরোধ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন