জনগণের পাশে থেকে দায়িত্বভার নিতে চাই: প্রতিমন্ত্রীর সহধর্মীনি মেহ্লা প্রু

Camp-1 copy

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালায় পার্বত্য প্রতিমন্ত্রীর সহধর্মীনি মেহ্লা প্রু মারমার উদ্যেগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উত্তর চাকঢালা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পে শত শত স্থানীয় গরীব অসহায় জনসাধারণ বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ গ্রহণ করেন।

নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মুবিনুল হক চৌধুরী, ডা. সালমান করিম খান, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তপন বড়ুয়া এ ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যউচিং চাক, বান্দরবান জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. অংশৈ প্রু মার্মা, নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ এএইচএম তৌহিদ কবির, এসআই মনিরুল ইসলাম, বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপ পরিচালক ডা. অংছালু মারমা, বান্দরবান সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভানু মার্মা, নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মংহ্লা প্রু।

চিকিৎসা ক্যাম্পে বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপির সহধর্মীনি মেহ্লা প্রু প্রধান অতিথির বক্তব্যে বলেন, আপনারা যত ভালবাসবেন আমাদের দায়িত্ব তত বাড়বে। এতে এলাকার উন্নয়ন হবে। আপনাদের পাশে থেকে দায়িত্বভার নিতে চাই। বিগত পাচঁ বার বীর বাহাদুরকে ভালবেসে এমপি নির্বাচিত করায় জনগণকে ধন্যবাদ জানিয়ে আগামী ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, এ চিকিৎসা ক্যাম্পে সাধ্যমতো ঔষুধ সরবরাহ করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে নিয়মিত ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হবে।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবু মুসা, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মংক্যচিং চৌধুরী, লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক মো. শফি উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তসলিম ইকবাল চৌধুরী, সদস্য সচিব ইমরান মেম্বার, ডা. ইসমাইল, ডা. সিরাজুল হক, যুবলীগ সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন।

এদিকে ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন শেষে চাকঢালা আমতলী মাঠ এলাকায় একটি মতবিনিময় সভায় মিলিত হন মেহ্লা প্রু মার্মা। ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছাড়াও অন্যদের মাঝে বক্তব্য রাখেন লামা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ইসমাইল, অধ্যাপক মো. শফি উল্লাহ, ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী তসলিম ইকবাল চৌধুরী।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন