জঙ্গিবাদমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে ফুটবল

14.05.2017_Matiranga Football Turnament NEWS

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা :

মাটিরাঙ্গা পৌরসভার ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলারদের অংশগ্রহণে মাটিরাঙ্গায় পৌরসভা পর্যায়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। রোববার বেলা সাড়ের ১০টার দিকে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন, মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন লিটন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক কৃষ্ণলাল দেবনাথ, মাটিরাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক জুয়েল চাকমা।এসময় মাটিরাঙ্গা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল মালেক, মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মো. আবু বকর ছিদ্দিক, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী বখতিয়ার রানা, আলুটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খাদেমুল ইসলাম, নতুনপাড়া পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম সহ অংশগ্রহণকারী বিদ্যালয় সমুহের প্রধান শিক্ষকগণ।

ক্ষুদে ফুটবলার সৃষ্টির লক্ষ্যে সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে মো. আলাউদ্দিন লিটন পাহাড়ি জনপদে মাটিরাঙ্গায় হারিয়ে যাওয়া ফুটবলের প্রাণ ফিরিয়ে আনতে ক্ষুদে ফুটবলারদের পৃষ্ঠপোষকতার আহ্বান জানান।তিনি বলেন, জঙ্গিবাদমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে ফুটবল। মাটিরাঙ্গা পৌরসভার পক্ষ থেকে ক্ষুদে ফুটবলারদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়ে তিনি বলেন, তাদের হাত ধরেই মাটিরাঙ্গা দেশজুড়ে নতুন রূপে পরিচিতি লাভ করবে।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলেতুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মাটিরাঙ্গা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হয় মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যা নিকেতন।পৃথক দুটি টুর্নামেন্টেই ২-০ গোলে জয় পায় মাটিরাঙ্গা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলাররা।

টুর্নামেন্টের উদ্বোধনী দুটি খেলা পরিচালনা করেন, মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রূপক ঘরজা ও মো. ফারুক আহমেদ। ৮ম বারের মতো নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ১৪টি দল ও বঙ্গমাতা শেখ ফজিলেতুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ১৪টি দল অংশগ্রহণ করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন