চকরিয়া প্রেসক্লাব ও পৌরসভার যৌথ উদ্যোগে নির্যাতিত রোহিঙ্গাদের ত্রাণ সামগ্রী বিতরণ

চকরিয়া প্রতিনিধি:

উখিয়া ও টেকনাফের কুতুপালং, পালংখালী, হোয়াইক্যং, বালুখালীসহ বিভিন্ন এলাকার পাহাড়ের পাদদেশে কিংবা মেইন রোডের ধারে ধারে আশ্রয় নেওয়া নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের মাঝে গত ৯ সেপ্টেম্বর দিনব্যাপী ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন চকরিয়া প্রেসক্লাব ও চকরিয়া পৌরসভা।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জে জাফর আলম বিএ (অনার্স) এমএ, চকরিয়া প্রেসক্লাব সভাপতি আবদুল মজিদ, হোয়াক্যং পুলিশ ফাড়ির ইনচার্জ (এসআই) মহিরউদ্দিন খান উজ্জল, চকরিয়া পৌরসভা ২নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম, ওয়ান ফার্মা ঔষধ কোম্পানীর চট্টগ্রাম রিজিওন সিনিয়র আরএসএম মো. নাছির উদ্দিন, ডা. মো. মনজুরুল আলম, ভূমি তহসিলদার আবুল মনছুর, চকরিয়া প্রেস ক্লাবের সহসভাপতি রফিক আহমদ, সহসভাপতি জহিরুল আলম সাগর, অর্থ সম্পাদক একেএম বেলাল উদ্দিন।

তাছাড়াও ছিলেন সাংবাদিক এম আলী হোসেন, আল বারাকা প্রকাশনীর কক্সবাজার এরিয়া ইনচার্জ হাফেজ আমির হোসেন, ব্যবসায়ী জামাল উদ্দিন, নির্বাহী সদস্য জমির হোসেন, মনছুর আলম, অলি উল্লাহ রনি, সদস্য শাহজালাল শাহেদ, সাইফুদ্দিন মাহমুদ, আবদুল করিম বিটু, যুবলীগ নেতা জামাল উদ্দিন, মহিউদ্দিন, ছাত্রলীগ নেতা মুরাদসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।

মিয়ানমারের নির্যাতিত পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের মাঝে জামা-কাপড়, শাড়ি-মশারি, তেরপাল, বালতি,তৈলসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রি বিতরণ করা হয়েছে।

জানাগেছে, ভিটে- মাটি, সহায় সম্পদ, জীবনের সকল অর্জন তাদের হারিয়ে গেছে। পিতা- মাতা, ভাই- বোন, সন্তান –সন্ততি বা আপনজন হারানোর ব্যতাতুর ঘঠনা শেয়ার করার কোন পরিবেশ এখানে নেই। নেই বিলাপ করে কাঁদার সুযোগ।

বৃষ্টিতে মাথা নিচু করে ভিজে যাচ্ছে আর রোদ আসলে শুকায়। একটি পলেথিনে ত্রিপল কিনে দেয়ার আর্জি অনেকের। বেঁচে থাকা মানুষ গুলোর পেটের ক্ষুদা,যুবতী মেয়ে গুলোর সম্ভ্রমের নিরাপত্তাহীনতা, অসুস্থ বয়োবৃদ্ধদের চিকিৎসাহীনতা সীমান্তের বাতাসকে ভারী করে তুলেছে। প্রতিনিয়ত শুনে থাকি এখন নাকি সভ্যতার যুগ!।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন