চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

chakaria haspatal 18-1-17
চকরিয়া প্রতিনিধি :
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা গতকাল ১৮ জানুয়ারি সকাল ১০টায় হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ মোহাম্মদ ইলিয়াছ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলহাজ ডা. আবদুস সালামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী বশিরুল আলম, সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিমুল হক আজিম, চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র বশিরুল আইয়ুব, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল মজিদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. ছাবের আহমদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, এনজিও সমন্বয়কারী মোহাম্মদ নোমান সহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বিগত সভার সিদ্ধান্ত সমূহ পাঠ ও অনুমোদন করা হয়।

হাসপাতালের প্রধান সভায় উল্লেখ করেন, ডিসেম্বর মাসে জরুরী বিভাগে মোট ২৪৬০জন রোগী, বহি:বিভাগে ৬৫৮৫জন, অন্ত:বিভাগে ১৫৬১জন,টিকা কেন্দ্রে ৮৩৮জন,প্যাথলজি বিভাগে ৭৭৩জন, ৫.১-ফ্রি কফ ও ম্যালেরিয়া পরীক্ষা ৫০৪জন, ইএমওসি বিভাগে ভর্তি ৩৫ জন,৭.১-মোট ডেলিভারী স্বাভাবিক ৩৩, সিজারিয়ান-২জন, ৭.২-অর্জন জীবিত ৩৫জন, কমিউনীটি ক্লিনিক চলমান ৪৩টি’তে ২২৯০৭জন, ২টি উপস্বাস্থ্য কেন্দ্রে ৩৮৮৬জন, মাঠ কর্মীদের ইপিআই ৯৫৩২জন, এম্বুল্যান্স ভাড়া ১৮৮৮ কিলোমিটার ১৮৮৮০টাকা, নমূনা পাঠানো হয়েছে ২টি, পুলিশ ক্যাইস ৩টি, বেড অকপেন্সি রেইট ১৬৬%, সিসি’তে স্বাভাবিক ডেলিভারী ৩৭জন সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। সভার সভাপতি হাজী মো: ইলিয়াছ এমপি হাসপাতালের সেবার মান বৃদ্ধি ও রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি আহবান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন