চকরিয়ায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা  

unnamed copy
চকরিয়া প্রতিনিধি:

ভূমি সেবা সপ্তাহ ১-৭ এপ্রিল উদযাপন উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলায় ভূমি অফিসের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ মিলনায়তন মোহনা প্রাঙ্গণে এসে র‌্যালিটি শেষ হয়। পরে মোহনা মিলনায়তনে হল রুমে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাহেদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) দিদারুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন বাবুল, চকরিয়া বিআরডিবি চেয়ারম্যান মো. ছলিম উল্লাহ, কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত উচমান, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, বিএম চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, চকরিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. নোমান, চকরিয়া টিআইবি এরিয়া ম্যানেজার মো. জসিম উদ্দিন প্রমুখ।

এ ছাড়া ওই অনুষ্ঠানে সাংবাদিক, সুশীল সমাজ, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ ভূমি সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তরা বলেন, সরকারের গৃহীত কর্মসূচি রুপরেখা বাস্তবায়নে ভূমি নিয়ে সাধারণ মানুষ যেন ভোগান্তিতে না পড়ে সে বিষয়ে ভূমি কর্তাদের প্রতি নজর রাখার আহ্বান জানান। মধ্যম আয়ের দেশ ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। তাহলেই সত্যিকারের সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন