চকরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে দুর্নীতি বিরোধী দিবস পালিত

চকরিয়া প্রতিনিধি:

‘টেকসই উন্নয়ন, গণতন্ত্র, শান্তি ও সুশাসন; দুর্নীতির বিরুদ্ধে একসাথে” এ শ্লোগানকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় উপজেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি যৌথ উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার (৯ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুম ” মোহনা” মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। দিবসটি ঘিরে দিনের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন  করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত।

এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাতের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক হুমায়ুন কবির, চকরিয়া থানার ওসি (তদন্ত) আতিক উল্লাহ, সচেতন নাগরিক কমিটি (সনাক) চকরিয়ার সভাপতি অধ্যাপক একেএম শাহাবুদ্দিন, চকরিয়া দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সভাপতি ও উপজেলা এনজিও সমন্বয়ক মোহাম্মদ নোমান, টিআইবি এরিয়া ম্যানেজার এজিএম জাহাঙ্গীর আলমসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, সনাক-দুপ্রক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তরা বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির প্রধান অন্তরায় দুর্নীতি। দেশের প্রধান সমস্যা দুর্নীতিকে কেবল মাত্র দুদক-টিআইরিব পক্ষ থেকে বন্ধ কিংবা প্রতিরোধ করা সম্ভব নয়। সাধারণ জনগণকেও স্ব-স্ব ন্যায্য হিস্যা আদায়ে অধিকার সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। বিশেষ করে যে কোনো সেবা গ্রহণের ক্ষেত্রে যে কোন ধরনের দুর্নীতির শিকার হলে ১০৬ নম্বরে অভিযোগ দিয়ে দুদককে সহায়তা করতে হবে। পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছা ও দুদকের নেতৃত্বে অকুতোভয় সৎ সাহস, দৃঢ়তা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন