চকরিয়ায় পুলিশের সাথে ডাকাতের বন্দুকযুদ্ধ  

unnamed copy

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় ডাকাতদের সাথে পুলিশের ঘন্টাব্যাপী বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এতে চকরিয়া সার্কেল অফিসারসহ পুলিশের ৭সদস্য আহত হয়েছে। সোমবার ভোর ৩টার দিকে চকরিয়া-লামা আলীকদম সড়কের ফাঁসিয়াখালী রিংভং এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, চকরিয়া লামা আলীকদম সড়কে সোমবার ভোর রাত ৩টার দিকে ১০-১৫জনের একদল ডাকাত ফাঁসিয়াখালী রিংভং বন বিভাগে বনের মধ্যে ডাকাতির প্রস্তুতি নেয়।থানা পুলিশ গোপন সংবাদ পেয়ে কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মতিউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী, পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, উপপরিদর্শক (এস আই) কাউছার উদ্দিন চৌধুরী, এস আই মো. আলমগীর ও এস আই সুকান্ত চৌধুরীর নেতৃত্বে একটি পুলিশদল রিংভং বন বিভাগে অভিযান চালায়।

এ সময় ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে ১৫-২০ রাউন্ড গুলি ছুড়ে। পুলিশেও পাল্টা প্রায় ২০ রাউন্ড মত গুলি বিনিময় করেন। এক পর্যায়ে পুলিশ ও ডাকাত মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে যায়। এ সময় চকরিয়া সার্কেল সহকারী পুলিশ সুপার কাজী মতিউল ইসলাম, এস আই কাউছার উদ্দিন চৌধুরী, এস আই আলমগীর, এস আই সুকান্ত চৌধুরী, পুলিশ কনস্টেবল মিনহাজ, ইব্রাহীম ও সাজেদুল আহত হয়। তাদেরকে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, চকরিয়া লামা-আলীকদম সড়কে একদল ডাকাত ব্যারিকেট দিয়ে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদ পেয়ে কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মতিউল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষন করা হয়। পুলিশও পাল্টা গুলি করে।

এসময় পুলিশের ৭সদস্য আহত হয়। এক পর্যায়ে ডাকাত দল পিছু হটলে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ডাকাত দলের সদস্য ডুলাহাজারা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পূর্ব ডুমখালী এলাকার জাফর আলমের পুত্র বেলাল উদ্দিন (৩৮) একই এলাকার হাজ্বী নুরুল ইসলামের পুত্র মোজাম্মেল(২৫), আবদুল হামিদের পুত্র আবদু রহিম(২৫), মৃত হাকিম আলীর পুত্র আবুল হোসেন(৩০), মৃত মো. খলিলুর রহমানের পুত্র মো. হোসেন আলী(৩০) ও মৃত ছৈয়দ আহমদের পুত্র মহিউদ্দিন(২৫) আটক করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এ নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন