চকরিয়ায় পরিবহন ও ব্যবসায়ীকে জরিমানা

জরিমানা

চকরিয়া প্রতিনিধি:

কক্সাবাজারের চকরিয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধ পাকিংয়ের অপরাধে সাতটি পরিবহনকে এক হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। মুল্য তালিকা না টাঙ্গানোর কারণে এক মাংসের দোকানীকে জরিমানা করেছে। অভিযানে ভ্রাম্যমান আদালত ৮টি মামলা রুজু করে সাত হাজার টাকা জরিমানা করেছেন। মঙ্গলবার দুপুরে চকরিয়া পৌর শহরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহেদুল ইসলামের নেতৃত্বে আদালত চকরিয়া পৌর শহরের চিরিঙ্গা সোসাইটিতে এ অভিযান পরিচালনা করেন।

আদালতের পেশকার তপন কান্তি দাশ বলেন, পৌর শহরের যানজট নিরশন ও রমজান মাসে বাজারে নিত্যপন্যের মুল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে আদালতের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত দুইদিনের ব্যবধানে ফের অভিযান পরিচালনা করেন। ওই সময় আদালত অবৈধ পাকিংয়ের অপরাধে সাতটি যানবাহন আটকের পর ৫টিকে এক হাজার টাকা ও দুটিতে পাঁচশত টাকা করে জরিমানা করেন। অপরদিকে একই সময়ে আদালত মাংসের দোকানে মুল্য তালিকা টাঙ্গানো না থাকায় দোকানীকে এক হাজার টাকা জরিমানা করেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন