চকরিয়ায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

চকরিয়া প্রতিনিধি :

” মিলেমিশে থাকি ভাই, ন্যায় বিচার পেতে গ্রাম আদালতে যাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ২য় পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের আওতায় কক্সবাজারের চকরিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিবৃন্দের সাথে গ্রাম আদালত শীর্ষক এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৪নভেম্বর) সকাল সাড়ে ১০টায় চকরিয়া উপজেলা পরিষদ হলরুম মোহনা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে ও ব্লাস্টের উপজেলা কো-অর্ডিনেটর সাইফুল আজম সায়েমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার সিনিয়র সহকারী পুলিশ সুপার(চকরিয়া সার্কেল) কাজী মোহাম্মদ মতিউল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন- কক্সবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শহিদ উল্লাহ, চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উল্লাহ, ইউএনডিপি ডিএফ আখাইমং মার্মা, চকরিয়া উপজেলা এনজিও সমন্বয়ক মোহাম্মদ নোমান।

গ্রাম আদালত অবহিতকরণ কর্মশালা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাগত বক্তব্যের পরে গ্রাম আদালতের লক্ষ্য উদ্দেশ্য ও কার্যক্রম নানা তথ্য তুলে ধরা হয়। কর্মশালায় গ্রাম আদালতের নানা অসংগতি সম্পর্কে অনুভূতি ব্যক্ত করেন, নেকম প্রকল্পের সাইট অফিসার মো. আবদুল কাইয়ুম, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সিএস নুরুল ইসলাম, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রভংকর বড়ুয়া, কোস্ট ট্রাষ্টের শাখা ব্যবস্থাপক জাহিদুল ইসলাম, চিরিংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তসলিম উদ্দিন। বিশেষ করে গ্রাম আদালতকে সক্রিয় করা ও গ্রামীণ সামাজিক বিচার ব্যবস্থা সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বক্তারা বিভিন্ন ভাবে নানা দিকনির্দেশনা তুলে ধরেন। গ্রাম আদালত বিচার নিয়ে যেন কেউ হয়রানি শিকার না হয় সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। উক্ত কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সংবাদকর্মীসহ ২৮জন ব্যক্তি অংশ নেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন