চকরিয়ার ডুলাহাজারা ডিগ্রী কলেজ গভর্নিং বডি’র নির্বাচন সম্পন্ন

dulahjara colleg 18-3-2017
চকরিয়া প্রতিনিধি :
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ডিগ্রী কলেজ গভর্ণিং বডি’র নির্বাচন ১৮ মার্চ শনিবার সম্পন্ন হয়েছে। নির্বাচনে গভর্ণিং বডি’র অন্যান্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সম্পন্ন করা হলেও শুধুমাত্র শিক্ষক প্রতিনিধি’র ৩টি পদে দু’টি প্যানেলে বিভক্ত হয়ে সরাসরি ভোট গ্রহণ করা হয়।

এদিন সকল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পযর্ন্ত চলে একটানা ভোট গ্রহণ। নির্বাচনে শওকত আলী (জীব বিজ্ঞান) ২৫ ভোট পেয়ে নির্বাচন হয়েছেন, তাহার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল আলম জিকু (ইংরেজী) পেয়েছেন ১৬ভোট। আজিজুল ইসলাম সোহেল (ইতিহাস) ২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তাহার নিকট প্রতিদ্বন্ধী আজিজুল ইসলাম (গণিত) পেয়েছেন ১৩ ভোট। হুমায়রা খানম (ইংরেজী) ২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তাহার নিকটতম প্রতিদ্বন্দ্বী জান্নাতুল ফেরদৌস (ইতিহাস) পেয়েছেন ১৪ ভোট। মোট ৪০ জন ভোটারের মধ্যে ৩৮ জন ভোটার তাদের স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ করেন। উল্লেখ্যযে, শওকত, সোহেল, হুমায়রা পূর্ণপ্যানেলে বিজয়ী হয়েছেন।

নির্বাচন পর্যাবেক্ষণ করেন চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য ও কলেজ গভণিং বডি’র সভাপতি আলহাজ¦ মোহাম্মদ ইলিয়াছ, কলেজের অধ্যক্ষ আলহাজ ফরিদ উদ্দিন চৌধুরীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা এম এ মন্নান, সহকারী প্রিসাইডিং অফিসার ছিলেন সহাকারী উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ তাহের। এছাড়াও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রতিষ্টাতা ক্যাটাগরিতে আবদুল মতলব, দাতা সদস্য ক্যাটাগরিতে শওকত আলী, হিতৈষী জাফর আলম, অভিভাবক ক্যাটাগরিতে রোকন উদ্দিন, জসিম উদ্দিন ও আলা উদ্দিন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন