গ্রুপ ফোরের ৩ কোটি টাকা চুরি’র মূল হোতা শহিদুল রাঙ্গামাটিতে গ্রেফতার

DSC_1658-2-300x198

পার্বত্যনিউজ রিপোর্ট:

চট্টগ্রামের বেসরকারি নিরাপত্তা প্রহরী সরবরাহকারী প্রতিষ্ঠান গ্রুপ ফোর এস কার্যালয়ের সুরক্ষিত ভল্ট থেকে তিন কোটি টাকা চুরি ঘটনার মূল হোতা শহিদুল হক প্রকাশ শান্তকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ সকাল সাতটার দিকে রাঙ্গামাটি সদরের কলেজ এলাকার থেকে তাকে গ্রেফতারের পর নগরীর পতেঙ্গায় র‌্যাব-৭ এর কার্যালয়ে নিয়ে আসা হয়।

এর আগে গতকাল মঙ্গলবার ভোরে নগরীর আইস ফ্যাক্টরী রোড়ের সিটি কলেজ জামে মসজিদের মোয়াজ্জিন বশিরুল আলমের বাসায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ দুই কোটি ৯৯ লাখ টাকা উদ্ধার এবং উক্ত মোয়াজ্জিনকে গ্রেফতার করে।

আজ সকালে গ্রেফতারকৃত শহিদুল হক শান্ত (২৪) গ্রুপ ফোর এস প্রাতিষ্ঠানের নিরাপত্তা রক্ষী ছিলেন। তিনি নরসিংদী জেলা সদরের গুড়াদিয়া গ্রামের আলী হোসেন ভূঁইয়ার ছেলে বলে র‌্যাব জানায়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মোঃ সোহেল মাহমুদ জানান, তিন দিন আগে নগরীর খুলশী থানাধীন ৪নং রোড বাসা নং ১৫/২ এর নীচ তলায় বেসরকারি নিরাপত্তা এজেন্সি জি ফোর এস-সিকিউর সলিসন্স বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কার্যালয়ের ভল্ট হতে তিন কোটি টাকা চুরি হওয়ার পরপরই র‌্যাব গোয়েন্দার মাধ্যমে ব্যাপক অনুসন্ধান শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিক্তিতে আজ সকাল সাতটায় মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে র‌্যাব দল রাঙ্গামাটি জেলা সদরের রাঙ্গামাটি সরকারি কলেজ এলাকা হতে শহিদুল হক শান্তকে গ্রেফতার করে চট্টগ্রাম নিয়ে আসে।

পরে তাকে র‌্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, সে গত সিকিউরিটি ডিউটি চলাকালীন সময়ে মুখোশ পরে সে উক্ত টাকা চুরি করে। তারপর তিন কোটি টাকা দুটি সাদা প্লাাষ্টিকের বস্তায় ভরে রিক্সাযোগে নিয়ে তার পূর্ব পরিচিত নগরীর সদরঘাট থানাধীন সরকারী সিটি কলেজ জামে মসজিদের মোয়াজ্জিন মোঃ বশিরুল আলমের নিকট গচ্ছিত রাখে। পরবর্তীতে সে ধরা পড়ার ভয়ে রাঙ্গামাটি চলে যায়।

উল্লেখ্য গত ১২ অক্টোবর শনিবার গভীর রাতে জি ফোর এস-সিকিউরিটি প্রতিষ্ঠানে নকল চাবি ব্যবহার করে প্রতিষ্ঠানটির খুলশী কার্যালয়ের একটি ভল্ট থেকে তিন কোটি টাকা চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় রোববার গভীর রাতে খুলশী থানায় একটি মামলা দায়ের হয়েছে। গ্রুপ ফোর সিকিউরিটির সিনিয়র ম্যানেজার তারেক মনসুর বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

পরে একদিনের মাথায় সোমবার রাতভর নগর ডিবি এবং থানা পুলিশ অভিযান চালিয়ে কোতোয়ালী থানার আইস ফ্যাক্টরি রোডে সিটি কলেজ জামে মসজিদের মোয়াজ্জিন বশিরুল আলমের বাসার শয়ন কক্ষ থেকে দুই কোটি ৯৯ লাখ টাকা উদ্ধার করে।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন