খাগড়াছড়ির ভোটের মাঠে নির্বাচনী উত্তাপ

25.11

মুজিবুর রহমান ভুইয়া :

দেশের ইতিহাসে প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। এ নিয়ে অনেক আগে থেকেই উত্তাপ ছড়িয়ে পড়েছে তৃণমূল পর্যায়ে। নির্বাচন কমিশন কর্তৃক ৩০ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষনা করে নির্বাচনী তফসিল ঘোষণার পর সে উত্তাপে নতুনমাত্রা যোগ করেছে। সবাই যেন গা ভাসিয়ে দিয়েছেন নির্বাচনী হাওয়ায়। আর সারাদেশের সাথে পাল্লা দিয়ে নিরুত্তাপ পাহাড়ের রাজনীতির পালে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই পাহাড়ী জেলা খাগড়াছড়ির সব আড্ডাতে প্রাধান্য পেতে শুরু করেছে কাঙ্খিত পৌরসভা নির্বাচন।

এখনো পর্যন্ত দলীয় প্রার্থী চুড়ান্ত না হলেও দলীয় প্রতীক নিয়ে মেয়র পদে লড়াই করে ইতিহাসের অংশ হতে আটঘাট বেঁধে নির্বাচনী মাঠে নেমেছেন খাগড়াছড়ির নির্বাচন উপযোগী দুই পৌরসভার ক্ষমতাসীন আওয়ামী লীগ-বিএনপি সহ অন্যান্য রাজনেতিক দলের নেতৃবৃন্দ। শেষ মুহুর্তে কেউ কেউ মনোনয়ন নিশ্চিত করতে দলের প্রভাবশালী নেতাদের দ্বারস্থ হচ্ছেন বলেও আলোচিত হচ্ছে মাঠে ময়দানে। সব মিলিয়ে এ নির্বাচনে দলীয় প্রতীকই ‘মুখ্য’ হয়ে উঠবে বলে মনে করছেন সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীসহ সচেতন মহল। খাগড়াছড়ির এ দুই পৌরসভায় নেতা-কর্মীদের মাঝে লক্ষ্য করা যাচ্ছে বাড়তি রাজনৈতিক তৎপরতা।

নির্বাচন কমিশন মঙ্গলবার তফসিল ঘোষণার পর নতুন উদ্যমে মাঠে নেমেছেন সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সকলেরই লক্ষ্য দলীয় মনোনয়ন বা সমর্থন নিশ্চিত করা। জেলার খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা পৌরসভার নির্বাচনী ময়দানে দেখা মিলবে দুই দলের বাইরেও অনেক হেভিওয়েট প্রার্থীর।

নির্বাচনী মাঠে যখন প্রার্থীরা তৎপরতা চালাচ্ছেন তখন নির্বাচনের প্রস্তুতি গ্রহণেও ব্যস্ত সময় অতিবাহিত করছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসের অধীন কর্মকর্তারা নির্বাচনের প্রস্তুতি গ্রহণে ব্যস্ত। খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার মো: নুরুল আলম জানান , নির্বাচনে ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা।

তফসিল ঘোষণার অনেক আগে থেকেই মাঠে থাকা সম্বাব্য প্রার্থীদের নির্বাচনী তৎপরতায় নতুন মাত্রা পেয়েছে নিবৃাচনের তফসিল ঘোষণার পর। স্ব-স্ব দলের দলীয় মনোনয়ন পেতে ইতোমধ্যে শুরু করা দৌড়ঝাঁপেও নতুন মাত্রা পেয়েছে। আওয়ামীলীগ-বিএনপি‘র একাধিক শক্তিধর প্রার্থীর তৎপরতা নির্বাচনী আমেজকে বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি বসে দলীয় প্রতীকের বাইরে হতে যাওয়া কাউন্সিলর পদের প্রার্থীরাও। তারাও দলের সমর্থন পেতে যেন মরিয়া হয়ে উঠেছেন।

খাগড়াছড়ির নির্বাচন উপযোগী দুই পৌরসভার মধ্যে খাগড়াছড়ি পৌরসভার বর্তমান মেয়র মো: রফিকুল আলম নাগরিক কমিটির ব্যানারে ও মাটিরাঙ্গায় পৌরসভার মেয়র আবু ইউসুফ চৌধুরী বিএনপির সমর্থিত প্রার্থী হিসেবে বিগত পৌরসভা নির্বাচনে জয়লাভ করেন।

বিগত পাঁচ বছরে মাটিরাঙ্গা পৌরসভায় উল্লেখযোগ্য কোন উন্নয়ন না হলেও খাগড়াছড়ি পৌরসভায় আশাতীত উন্নয়ন সাধিত হয়েছে। নিজের মেয়াদে বাস্তবায়িত হওয়া উন্নয়ন কাজগুলোকে পুজি করেই নিজের বিজয়কে নিশ্চিত করতে চায় খাগড়াছড়ি পৌরসভার সফল মেয়র হিসেবে পরিচিত মো: রফিকুল আলম।

অন্যদিকে বর্তমান সরকারের নানা নেতিবাচক দিককে কাজে লাগিয়ে দশম জাতীয় সংসদের বাইরে থাকা বিএনপি এবারের পৌরসভা নির্বাচনে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র পদটি ধরে রাখা সহ খাগড়াছড়ি পৌরসভার মেয়র পদটি পুনরুদ্ধার করতে মরিয়া হয়ে উঠেছে। আর অন্যদিকে রাষ্ট্রক্ষমতায় থাকা শাসকদল আওয়ামীলীগ নিজেদের শাসনামলে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কাজ ও জনপ্রিয়তার প্রমাণ দিয়ে পৌরসভা দুটিতে নিজেদের দলীয় নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন