খাগড়াছড়িতে ভূমি কমিশন ঘেরাও: বাঙ্গালীদের অধিকার আদায় আন্দোলনে নতুন মাত্রা

khagrachari-hartal-pic-13-copy

নিজস্ব প্রতিবেদক :

পার্বত্য চট্রগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০১৬ বাতিল ও বান্দরবানের বাঙালি নেতা মো. আতিকুর রহমান আতিকের মুক্তির দাবীতে তিন পার্বত্য জেলায় আন্দোলনরত পাঁচ বাঙ্গালী সংগঠনের ডাকা ৪৮ ঘন্টা হরতালের প্রথম দিনে খাগড়াছড়িতে পার্বত্য চটগ্র্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের (ল্যান্ড কমিশন) প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচী পাহাড়ে বাঙালিদের অধিকার আদায় আন্দোলনে নতুনমাত্রা যোগ করেছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে আন্দোলনকারীরা খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলসহ কমিশন কার্যালয় ঘেরাও করে। এ সময় আন্দোলনকারীরা কমিশনের প্রধান ফটকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শণ করে।

বিক্ষোভ মিছিল নিয়ে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের নেতাকর্মীরা কমিশন কার্যালয়ের ভিতরে প্রবেশ করতে চাইলে প্রধান ফটকেই তাদেরকে আটকে দেয় পুলিশ। পরে পুলিশী বাঁধার মুখে সেখানেই সমাবেশ করে বিক্ষুব্ধ নেততাকর্মীরা।

একপেশে ভূমি কমিশন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এমন ঘোষনা দিয়ে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সসম্পাদক মো. আসাদ উল্লাহ আসাদ বলেন, পার্বত্যাঞ্চল নিয়ে ছিনিমিনি খেলা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

পিবিসিপি‘র কেন্দ্রীয় জৈষ্ঠ্য সহ-সভাপতি ও খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর মো. আব্দুল মজিদ বলেন, তড়িঘড়ি করে পার্বত্য ভূমি কমিশন আইন পাস করার মধ্যে দূরভিসন্ধি লুকিয়ে আছে। এতে শুধু পার্বত্য এলাকার বাঙালিরাই বসতভিটা হারাবেনা পাশাপাশি পার্বত্যাঞ্চল আলাদা হয়ে যাবে বাংলাদেশের মানচিত্র থেকে।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০১৬ বাতিল ও আতিকুর রহমান আতিকের মুক্তির দাবীতে তিন পার্বত্য জেলায় বৃহস্পতিবার ও রোববার ৪৮ ঘন্টা হরতালের ডাক দেয় পাঁচ বাঙালি সংগঠন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন