খাগড়াছড়িতে বসন্ত বরণ উৎসব

Khagrachari Pic 04
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে বসন্ত বরণ উৎসব পালিত হয়েছে। সোমবার বিকেলে খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে পলাশ তলায় এই বসন্ত বরণ উৎসব পালন করা হয়। ঋতু বৈচিত্র্যের বর্ণিল এই বসন্তকে বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,খাগড়াছড়ি সদর জোনের অধিনায়ক লে. কর্নেল জি এম সোহাগ।

এ উপলক্ষে খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও শিল্পকলা একাডেমী বিষয়ক কমিটির আহবায়ক খগেশ্বর ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,খাগড়াছড়ি সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. শানে আলম, বাংলা একাডেমী পুরাস্কার প্রাপ্ত সাহিত্যিক ও গবেষক প্রভাংশ ত্রিপুরা, দৈনিক অরন্যবার্তা পত্রিকার সম্পাদক ও টিভি ব্যক্তিত্ব চৌধুরী আতাউর রহমান রানা। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জীতেন বড়ুয়া।

Khagrachari Pic 03

পরে বসন্তকে স্বাগত জানিয়ে শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় নাচ ও গান, যা দর্শক শ্রোতাদের মাতিয়ে তুলে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন